E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে মানি লন্ডালিং ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা

২০১৬ জানুয়ারি ১৬ ১৮:৩৬:৪৯
গোপালগঞ্জে মানি লন্ডালিং ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) উদ্যোগে মানি লন্ডালিং ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা শহরের মুক্তিযুদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আবু হেনা মোঃ রাজে হাসান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার দেবপ্রসাদ দেবনাথ।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী ভাইস-চেয়ারম্যান আবু সাদেক মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ধীরেন্দ্রনাথ দাস বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবু হেনা মোঃ রাজে হাসান ব্যাংক কর্মকর্তাদের মানি লন্ডালিং ও জঙ্গি অর্থায়ন কঠোর হস্তে দমন করতে আহবান জানিয়ে বলেন, অবৈধ পথে উপার্জিত টাকা অর্থনীতির ব্যাপক ক্ষতি সাধন করছে। এতে দেশের অর্থনীতি সঠিকভাবে চলতে পারে না। মানি লন্ডারিং বন্ধ করতে ২০০২ সালে আমরা আইন করেছি। এ আইনের সঠিক প্রয়োগ করতে হবে। এ ছাড়া তিনি ব্যাংকের মাধ্যমে জঙ্গিরা যাতে টাকা লেন-দেন করতে না পারে সে বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ নজর রাখার আহবান জানান।

পরে জেলার বিভিন্ন ব্যাংকের অর্ধ শতাধিক কর্মকর্তাদের এ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

(এমএইচএম/এইচআর/জানুয়ারি ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test