E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় পাঁচ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন

২০১৬ জানুয়ারি ১৭ ১৬:৪০:৪৮
সাতক্ষীরায় পাঁচ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি : ‘গাছের উপর টমেটো, নীচে পটেটো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে পাঁচদিনব্যাপি কৃষি মেলা। রবিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, ক্রিকেটার সৌম্য সরকার ও মোস্তাফিজুররা আমাদের পতাকার মান সারা বিশ্বের কাছে নতুন করে পরিচিতি এনে দিয়েছে। এক সময় আমাদের দেশকে ভিক্ষুকের দেশ বলা হতো। আমাদের দেশকে অপমান করা হতো। বর্তমান কৃষিবান্ধব সরকারের সময়ে কৃষি, মৎস্য, বিদ্যুৎসহ সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। কৃষিই প্রাণ, কৃষিই সমৃদ্ধি। সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষকদের এখন আর সারের জন্য প্রাণ দিতে হয় না। সার কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। উৎপাদনে ভর্তুকি দেওয়া হচ্ছে। আজ আমাদের দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরন করে এখন বিদেশে চাল রপ্তানি হচ্ছে। এতদিন এদেশে চর্চা হয়েছে জঙ্গিবাদের । যে কারণে দেশে উন্নয়ন হয়নি। এখন দেশের মানুষের মেধার সাঠিক চর্চা হচ্ছে। যে কারণে আমাদের দেশকে এখন আর কেউ অসম্মান করে না। বিশ্বের কাছে বাংলাদেশ আজ মাথা উচু করে দাড়িয়েছে।

দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা জিএম এ গফুর, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এবারের এ মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ২৩টি স্টলে বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

(আরকে/এইচআর/জানুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test