E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক জাহিদুর নির্বাচিত

২০১৬ জানুয়ারি ১৭ ১৯:৫৮:১৪
সাতক্ষীরা শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক জাহিদুর নির্বাচিত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। রবিবার ভোর চারটায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার অ্যাড. আসাদুজ্জামান দিলু জানান, নির্বাচনে দু’ হাজার ৯০৭জন ভোটারের মধ্যে এক গাজার ৯৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ৬১৮ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মীর মনিরুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লিয়াকত হোসেন পেয়েছেন ৫১৯ ভোট। সহ-সভাপতি ২টি পদে ৪৮৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন শেখ তহিদুর রহমান ও ৪১০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন কাজী আবুল বাসার। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ আরশাদ আলী পেয়েছেন ৩৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাহিদুর রহমান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী আক্তারুজ্জামান মহব্বত পেয়েছেন ৫০১ ভোট। যুগ্ম সম্পাদক পদে ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মহিদুল ইসলাম ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ সালাউদ্দীন পেয়েছেন ৩৮২ ভোট। সহ-যুগ্ম সম্পাদক পদে ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আশরাফুজ্জামান সাজু, তার নিকতম প্রতিদ্বন্দ্বি ইব্রাহীম সরদার পেয়েছেন ৪০৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ মিরাজুল ইসলাম, তার নিকতম প্রতিদ্বন্দ্বি শেখ শফিউল ইসলাম পেয়েছেন ৪২৪ ভোট। সহ-সাংগঠনিক পদে ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহিনুর হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ আব্দুস সেলিম পেয়েছেন ৩৭২ ভোট। প্রচার সম্পাদক পদে ৪০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোজাফফর হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার বদরুল আলম পেয়েছেন ৩২২ ভোট। সহ-প্রচার সম্পাদক পদে ৩৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নাজমুল হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মশিয়ার রহমান পেয়েছেন ৩৫৪ ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে ৩৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আছাদুর রহমান খান পেয়েছেন ৩৩০ ভোট। অফিস সম্পাদক পদে ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ কবিরুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ৩০৭ ভোট। কোষাধ্যক্ষ পদে ৭২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ হুমায়ুন কবির, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনিছুর রহমান পেয়েছেন ৩২৪ ভোট। এছাড়া কার্যকরী সদস্য পদে আব্দুস সামাদ ৪৩২ ভোট পেয়ে প্রথম, বিল্লাল হোসেন ৪১৯ ভোট পেয়ে দ্বিতীয়, সাইফুর রহমান ৪০৯ ভোট পেয়ে তৃতীয়, শফিকুল ইসলাম ৩৯৬ ভোট পেয়ে চতুর্থ, সুমন হোসেন ৩৯০ ভোট পেয়ে পঞ্চম , কবির হোসেন ৩৮৭ ভোট পেয়ে ষষ্ঠ, হামিদুল ইসলাম ৩৮০ ভোট পেয়ে সপ্তম ও ৩৬০ ভোট পেয়ে মুকুল হোসেন অষ্টম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আসাদুজ্জামান দিলু আরো জানান কোন প্রীতিকর ঘটনা ছাড়ায় ভোট গ্রহণ ও গণনার কাজ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

(আরকে/পি/জানুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test