E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হত্যাকারিদের  গ্রেফতারের দাবিতে সহপাঠীদের মিছিল

সাতক্ষীরায় সাংবাদিকের কলেজ পড়ুয়া মেয়েকে শ্বাসরোধ করে হত্যা

২০১৬ জানুয়ারি ২০ ১৬:০৫:৫৮
সাতক্ষীরায় সাংবাদিকের কলেজ পড়ুয়া মেয়েকে শ্বাসরোধ করে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি :কলেজ ছাত্রী এক সাংবাদিকের কলেজ পড়ুয়া মেয়েকে শ্বাাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুমিত্রা মৃধা (১৮)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলারা বাধঘাটা গ্রামের অরবিন্দ মৃধার মেয়ে ও শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের ইচ্চ মাধ্যমিক কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

দৈনিক সংবাদের শ্যামনগর প্রতিনিধি অরবিন্দ কুমার মৃধা জানান,তিনি সম্প্রতি বদলীজনিত কারণে যশোরের ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরীর ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। মঙ্গলবার রাতেও তিনি যশোরে ছিলেন। তার স্ত্রী সবিতা রাণী মৃধা মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত নিজ কর্মস্থল শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা হিসেবে দায়িত্ব পালন করেন। বড় মেয়ে অনুরাধা খুলনা আযম খান কমার্স কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। মঙ্গলবার সে খুলনায় অবস্থান করে। ছোট ছেলে অনুব্রত শ্যামনগর কিণ্ডার গার্ডেনের প্রথাম শ্রেণির ছাত্র। প্রতিদিনের ন্যয় মঙ্গলবার সন্ধ্যার পর পাশের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। এ সময় একাকি বাড়িতে পড়াশুনা করছিল সুমিত্রা। তাদের বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবহার করা হয়।

সবিতা রানী মৃধা জানান, অনুব্রত মঙ্গলবার রাত ৬টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরে ঘর অন্ধকার অবস্থায় দেখতে পায়। দিদিকে ডেকে কোন সাড়া না পাওয়ায় সে আলো জ্বেলে দিদিকে বারান্দার মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে (মা) খবর দেয়। বাড়িতে এসে তিনি ঘরের মেঝেতে বালিশ ও বিছানা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। বারান্দার চালের তালের আড়ার সঙ্গে মেয়ের ওড়না বাধা অবস্থায় দেখতে পান। পাশে একটি কাঠের চেয়ার ভাঙা অবস্থায় পড়ে ছিল। সুমিত্রার নিথর দেহের গলায় দাগ ছিল। মাথার একাংশের চুল ছেঁড়া ছিল। কিছু চুল ছিল মুখের মধ্যে। তাকে শ্বাসরোধ করে হত্যার আগে ধ্বস্তাধ্বস্তি করা হয়েছে বলে প্রাথকিভাবে তার মনে হয়েছে। এরপর তিনি মেয়ের নিথর দেহ নিয়ে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দীর্ঘ আধ ঘণ্টা যাবৎ ডাকাডাকি করেও কোন কর্তক্ষ্যরত চিকিৎসককে জরুরী বিভাগে পাননি। একপর্যায়ে রাত ৯টার দিকে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শম্পা রাণী মণ্ডল ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মিজানুর রহমান সুমত্রিাকে পরীক্ষা করার পর এক ঘণ্টা আগে শ্বাসরোধ জনিতকারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

সবিতা রানী আরো বলেন, ৫০ বছর বয়সী এক ব্যক্তি দু’ািদন ধরে তাদের বাড়ির পাশের মন্দিরের সামনে একটি চায়ের দোকান থেকে উঠে কলেজে যাওয়ার সময় ও বাড়ি ফেরার সময় কলেজ গেটের পাশ থেকে উঠে তাকে নানাবিধ প্র্র্রশ্ন করে বিব্রত করতো বলে রোববার রাতে ভাত খাওয়ার সময় তাকে (সবিতা) অবগিত করেছিল সুমিত্রা। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা বা অন্য কেই তার মেয়েকে এভাবে নির্মমভাবে হত্যা করলো তা নিয়ে নিশ্চিত নন তিনি।

এদিকে মঙ্গলবার রাতে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দীর্ঘক্ষণ কোন ডাক্তার না থাকায় সুমিত্রার মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ায় বাধঘাটা গ্রামের শতাধিক নারী, পুরুষ ও শিশু উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। তারা আবাসিক মেডিকেল অফিসার শম্পা রাণী মণ্ডল ও ডাঃ মিজানুর রহমানের শাস্তির দাবি জানায়। একইভাবে সহপাঠিরা বুধবার সকালে শ্যামনগর সরকারি মুহসিন ডিগ্রী কলেচ চত্বরে সুমিত্রা হত্যৗাকারিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এদিকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও মাথার ছেড়া চুল ও মুখমণ্ডলের ভিতরে থাকা চুল দেখে মৃত্যুর আগে তার সঙ্গে ধ্বস্তা ধ্বস্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ ঘটনায় মঙ্গলবার রাতে একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে। কালীগঞ্জ সহকারি পুলিশ সুপার মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।





(আরএনকে/এস/জানুয়ারি ২০,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test