E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাট জেলা বিএনপি’র সহসভাপতিকে কুপিয়ে জখম

২০১৪ মে ৩১ ১৫:০৯:০৭
বাগেরহাট জেলা বিএনপি’র সহসভাপতিকে কুপিয়ে জখম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ নজরুল ইসলামকে (৫০) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে কচুয়া উপজেলা সদরের ব্রাক কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত জখম বিএনপি নেতা নজরুল ইসলামকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালিয়েছে বলে পুলিশ দাবি করেছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাপস কুমার দাস এই প্রতিবেদককে বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন শেখ নজরুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। তবে ঘাড়ের জখমটি গুরুতর। তাঁকে চিকিৎসা দেয়া হয়েছে।
কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এই প্রতিবেদককে বলেন, শনিবার ভোর ছয়টার দিকে ঘুম থেকে উঠে কচুয়া উপজেলা সদরের বাড়ি থেকে বিএনপি নেতা শেখ নজরুল ইসলাম হাঁটতে বের হন। তিনি কচুয়া-সাইনবোর্ড সড়কের আড়–য়ামর্দন এলাকার ব্রাক কার্যালয়ের সামনে পৌছলে আগে ওৎ পেতে থাকা ৪-৫ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তার ডাকচিৎকারে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
তিনি আরও বলেন, কচুয়া উপজেলার আড়–য়ামর্দন এলাকার শহীদ শেখ নামে এক ব্যক্তির সঙ্গে বিএনপি নেতা নজরুল ইসলামের ১৬ শতক জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা নজরুলের ওপর হামলা চালিয়েছে বলে প্রাথমিভাবে ধারনা করা হচ্ছে।
বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা এই প্রতিবেদককে বলেন, প্রতিপক্ষরা জেলা বিএনপির সহসভাপতি শেখ নজরুল ইসলামের ওপর পরিকল্পিতভাবে হামলায় চালিয়েছে। হামলায় ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি।
(একে/এএস/মে ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test