E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ডিজিটাল উদ্ভাবনী মেলা'র উদ্বোধন

২০১৬ জানুয়ারি ২২ ২০:১৫:২৩
সাতক্ষীরায় ডিজিটাল উদ্ভাবনী মেলা'র উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি : জিজিটাল বিপ্লবের কারণে স্বচ্ছতামূলক জবাবদিহিতায় দূর্ণীতি কমে আসছে।  ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে গ্রামের মানুষের সঙ্গে দেশ বিদেশের মানুষের সম্পর্ক তৈরি হচ্ছে। এতে তাদের আর্থ সামজিক উন্নয়ন ঘটেছে। ১০ বছর আগে বর্হিবিশ্বের মানুষ বাংলাদেশকে একটি ক্ষুধা  ও দারিদ্রর বিশাল জনগোষ্ঠীর দেশ হিসেবে চিনতো।

ডিজিটাল পদ্ধতির উন্নয়নের কারণে আজ সে অবস্থার পরিবর্তন ঘটেছে। আর এ সব সম্ভব হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের জন্য। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল পদ্ধতির সঠিক প্রয়োগ করতে পারলে সাধারণ মানুষ ও সরকারের মধ্যে দূরত্ব কমবে।
সাতক্ষীরায় তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ট সচিব মেজবাহউদ্দিন এসব কথা বলেন।

প্রধান অতিথি আরো বলেন, ডিজিটাল বিপ্লবের কারণে মাল্টি মিডিয়ার মাধ্যমে ক্লাসে বা ঘরে বসে আমারা শিক্ষা গ্রহণ ও চিকিৎসা সেবা নিতে পারছি। ডিজিটাল বিপ্লবের কারণে পাশ্চাত্য দেশগুলোতে শিল্প বিপ্লব ঘটেছে। ২০০৯ সালে বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করে বর্তমানে অনেকাংশেই এগিয়ে গেছে। এ পদ্ধতি ব্যবহারের ফলে সরকারের স্বচ্ছতামূলক জবাবদিহিতায় দূর্ণীতি অনেকাংশে কমে গেছে। জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। জেলা প্রশাসনের কাছে দেওয়া অভিযোগগুলো এ পদ্ধতিতে নিষ্পত্তি করতে পারলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। সর্বোপরি উদ্ভাবনী চিন্তাগুলোর বিকাশ ঘটিয়ে সামাজিক উন্নয়ন ঘটাতে হবে। সরকারি প্রশাসনে দায়বদ্ধতার জন্য ডিজিটাল মুভমেণ্ট করতে হবে।

শুক্রবার বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ নাজমুল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোয়র আহম্মেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ হাবিবুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক এএফএম এহতেশামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন প্রমুখ।মেলায় ৫২টি স্টল অংশ নেয়।

অনুষ্ঠানের আগে ফিতা কেটে ও পরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি মেলার উদ্বোধন করেন।



(আরএনকে/এস/জানুয়ারি,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test