E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিনদিন অতিবাহিত হলেও সুমিত্রা হত্যার কোন রহস্য উদঘাটন হয়নি

২০১৬ জানুয়ারি ২২ ২০:৪২:২১
তিনদিন অতিবাহিত হলেও সুমিত্রা হত্যার কোন রহস্য উদঘাটন হয়নি

সাতক্ষীরা প্রতিনিধি : হত্যার তিন দিন অতিবাহিত হলেও সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণর ছাত্রী সুমিত্রা মৃধার হত্যাকারিদের পরিচয় মেলেনি। তবে দেরীতে হলেও শুক্রবার দুপুর দু'টোর দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হকের নেতৃত্বে পুলিশ নিহতের বাড়ি থেকে আলামত হিসেবে ভাঙা চেয়ার, একটি ছোট গামছা ও চুল জবদ্ করেছে। তবে উদ্ধার করা সম্ভব হয়নি নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি। অপমৃত্যু মামলা নিয়ে লাশ ময়না তদন্তে পাঠালে নিহতের পরিবার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়ের করবেন কিনা তা নিয়ে দোটানায় রয়েছেন।

এদিকে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মামলার প্রতিপক্ষরা বুধবার বিকেল থেকে আত্মগোপন করেছেন। বুধবার রাতে লাশ সৎকার করার সময় প্রতিপক্ষ পরিতোষ মণ্ডল, তপন ও জটার নামে মামলা না করার জন্য নিহতের পরিবারের সদস্যদের সতর্ক করেছেন মাজাট গ্রামের মুকুল।

পরিতোষ মণ্ডলের সহায়তাকারি বাধঘাটা গ্রামের হাতুড়ি মুকুলকে তার এক সহযোগিকে নিয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে উদ্বিগ্ন অবস্থায় মোটর সাইকেলে এসে শ্যামনগর প্রেস ক্লাবের পার্শ্ববর্তী একটি হোটেলে খাবার চেয়ে আংশিক খেয়ে তড়িঘড়ি করে স্থান ত্যাগ অনেকের মনে কৌতুহল জাগিয়েছে।

তবে অন্রব্রত মৃধা জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে প্রাইভেট পড়ার সময় তার দিদি সুমিত্রা মৃধা ঠাণ্ডা বেশি পড়ায় তাকে একটি তোয়ালে দিয়ে যায়। সেখান থেকে চলে যাওয়ার পরপরই আগে থেকে ওঁৎ পেতে থাকা ঘাতকরা দিদির পিছনে পিছনে অবস্থান করে ঘরের মধ্যে ঢুকে পড়ে জোরপূর্বক মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে তার ধারণা।

তবে বিশিষ্ঠজনদের ধারণা, অপমৃত্যু মামলা করেই পুলিশ তার দায়িত্ব শেষ না করে ঘটনার তদন্তে নেমে পড়লে ইতিমধ্যেই আসামীদের সনাক্ত করা যেতো। বাড়ির পাশে মন্দিরের মোড় থেকে যে ব্যক্তি সুমিত্রাকে উত্যক্ত করতো তাকে খুঁজে বের করা যেতো। খুঁজে না পাওয়া মোবাইল উদ্ধার করতে পারলেও কোন না কোন ক্লু খুঁজে পাওয়া যেতো।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, শুক্রবার দুপুরে মৃতের বাড়ি থেকে আলামত জব্দ করা হয়েছে। তবে এ কাজটি াতন দিন পর কেন করা হলো তার যথাযথ উত্তর দিতে পারেননি তিনি। তবে পুলিশ ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পূর্ব পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাধধাটা গ্রামের সাংবাদিক অরবৃন্দ মৃধার কলেজ পড়–য়া মেয়ে সুমিত্রা মৃধাকে নিজ বাড়ির মধ্যে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।

(আরএনকে/এস/জানুয়ারি,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test