E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে বাল্যবিবাহ বন্ধের দাবিতে মানববন্ধন

২০১৬ জানুয়ারি ২৪ ১৬:০৯:০৩
বাগেরহাটে বাল্যবিবাহ বন্ধের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বাল্যবিবাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। রবিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের হযরত খানজাহান (র) মাজার মোড়ে ঘন্টাব্যাপী এই মানবন্ধন কর্মসুচী পালন করা হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা সিবিও, কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সহযোগীতায় মানববন্ধনে শত-শত নারী পুরুষসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয়।

মনববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান সেখ আকতারুজ্জামান বাচ্চু, শাটগম্বুজ মসজিদের খদিব মাওলানা হেলাল উদ্দিন, খানজাহানীয়া গনবিদ্যালয়ের অধ্যক্ষ একে এম কামরুজ্জামান, ব্রাকের জেলা ম্যানেজার পলাশ কান্তি হালদার প্রমুখ। বক্তারা বলেন,বাল্য বিবাহ বন্ধে প্রতিটি পরিবারকেই এগিয়ে আসতে হবে। ১৬ বছর নয় ১৮ বছেরের নিচে কোন মেয়েকে বিয়ে না দেওয়ার আহবান জানান। সরকারের পাশিপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো বাল বিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধির আহবান জানান।



(এসএকে/এস/জানুয়ারি২৪,২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test