E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে বিস্ফোরণে নিহত শিক্ষিকার গ্রামের বাড়ীতে শোকের মাতম

২০১৬ জানুয়ারি ২৪ ১৬:১৮:২৯
গাজীপুরে বিস্ফোরণে নিহত শিক্ষিকার গ্রামের বাড়ীতে শোকের মাতম

মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃ শনিবার গাজীপুরের বাড়ইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সিদ্দিকা জেবুননেছা বিদ্যালয় থেকে রিক্সা যোগে বাসায় ফেরার উদ্দেশ্যে জয়দেবপুর-পূবাইল সড়ক দিয়ে যাওয়ার সময় স্মার্ট মেটাল এন্ড কেমিকেল নামক টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত হন।নিহতের বাড়ি নেত্রকোণার মদন উপজেলার চানগাঁও গ্রামে শোকের মাতম বইছে।

তিনি ২০০৬ সালের ১৩ই এপ্রিল সহকারি শিক্ষিকা হিসেবে উপজেলার আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘ ৩ বছর শিক্ষকতা করার পর ২০০৯ সালে তার স্বামী দিলোয়ার হোসেন এর কর্মস্থল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকায় গাজীপুরে বদলী হন। তার দুই কন্যা সন্তানের মধ্যে বড় মেয়ে নেহা মনি সপ্তম শ্রেণিতে ও ছোট মেয়ে ¯েœহামনি প্লে শ্রেণিতে পড়ে।

রবিবার বিকালে শশুরালয়ের পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে মদন উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও এলাকার লোকজন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

(এএমএ/এস/জানুয়ারি২৪,২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test