E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 লোহাগড়ায় বাল্যবিয়ের দায়ে নিকাহ রেজিস্টারসহ মেয়ের বাবাকে জরিমানা

২০১৬ জানুয়ারি ২৪ ১৬:৩৭:২২
 লোহাগড়ায় বাল্যবিয়ের দায়ে নিকাহ রেজিস্টারসহ মেয়ের বাবাকে জরিমানা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনায় বাল্যবিয়ের দায়ে নিকাহ রেজিস্টার রুহুল্লাকে ২০ হাজার এবং মেয়ের বাবা রেজাউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার (২৪ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা তার কার্যালয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার গোপালপুর গ্রামের সাহাদৎ মোল্যার ছেলে স্বপন মোল্যার সাথে নড়াইলের লোহাগড়া উপজেলার পার-লংকারচর গ্রামের রেজাউল শেখের মেয়ে ইতনা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী সোহেলী খানমের বিয়ে সম্পন্ন হয়। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজার নির্দেশ অমান্য করে ইতনা ইউনিয়নের নিকাহ রেজিস্টার রুহুল্লা এ বিয়ে পড়ান। বিষয়টির সত্যতা যাচাই শেষে ঘটনার ৯ দিন পর নিকাহ রেজিস্টার রুহুল্লাকে ২০ হাজার, অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডাদেশ এবং মেয়ের বাবা রেজাউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাতদিনের কারাদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, বাল্যবিয়ের দায়ে গত বছর ৬ জানুয়ারি নিকাহ রেজিস্টার রুহুল্লাকে ১৫দিনের কারাদন্ডাদেশ দেয়া হয়।


(আরএম/এস/জানুয়ারি২৪,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test