E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে তরুনীসহ ভুয়া গোয়েন্দা কর্মকর্তা আটক

২০১৬ জানুয়ারি ২৪ ১৯:৫৮:৩৬
বাগেরহাটে তরুনীসহ ভুয়া গোয়েন্দা কর্মকর্তা আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (জিএফআই) এর এক ভূয়া কর্মকর্তাকে তার তরুণী সহযোগিসহ আটক করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার তেতুলবাড়িয়া বাজার থেকে এলাকাবাসির সহতায় মোড়েলগঞ্জ থানা পুলিশ এই দুই প্রতারককে আটক করে।

আটকরা হলো, বাগেরহাটের শরণখোলা উপজেলার কালিবাড়ি গ্রামের তোতাম্বর আলীর ছেলে সোহাগ মোল্লা ওরফে রাহুল (৩৪) ও মংলা পৌর এলাকার সেলিম হাওলাদারের মেয়ে জান্নাতি ইসলাম সুখী (১৯)। এসময় ওই প্রতারকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে নেয়া টাকাসহ বেশ কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ।
এঘটনায় মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা এইচএম মুরাদ হোসেন বাদি হয়ে আটককৃত দু’জনের বিরুদ্ধে ভূয়া পরিচয়ে চাদাঁবাজির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের কাছে সোহাগ মোল্লা বিভিন্ন এলাকায় গিয়ে নিজেকে এনএসআই ও জিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের পক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতে শুরু করে। এ বিষয়ে নজরদারির এক পর্যায়ে জনসাধারনের সহযোগিতায় তাদের আটক করা হয়। এঘটনার সময় গোয়েন্দা কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক সোহাগ বারইখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এইচ.এম মুরাদ হোসেনের নিকট থেকে নগদ টাকা গ্রহন করছিলো। আটকের আগে সোহাগ ও তার এই নারীসহকর্মী মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের আব্দুর রহিম বাচ্চু, জিউধরা ইউনিয়নের জাহাঙ্গীর আলম বাদশা,বহরবুনিয়া ইউনিয়নের ফজলুর রহমান হাওলাদারসহ অনেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নিকট থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। আওয়ামী লীগের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই প্রার্থীদের বিষয়ে ভালো রিপোর্ট দেওয়ার কথা বলে তারা টাকা হাতিয়ে নেয়।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. রাশেদুল আলম বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে প্রতারক সোহাগ এক পর্যায়ে নিজেকে হিউম্যান রাইটস প্রটেকশন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কারী ও জান্নাতি ইসলাম সুখী নিজেকে মানববাধিকার কর্মী বলে দাবী করে। তারা ভূয়া পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেছে।

(এসএকে/এস/জানুয়ারি২৪,২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test