E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা

২০১৬ জানুয়ারি ২৫ ১৪:৩৬:০৯
গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা

গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটাই সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ সোমবার ভোর রাতে গোপালগঞ্জ আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করেছে। আগামীকাল মঙ্গলবারের তাপমাত্রা এর কাছাকাছি থাকতে পারে বলেও ওই অফিস সূত্র জানিয়েছে।

এদিকে, গোপালগঞ্জে শীত জেকে বসেছে। হঠাৎ করে তামমাত্রা কমে যাওয়ায় জেলার ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছে। ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

গোপালগঞ্জ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, বর্তমানে গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝারী ধরণের শৈত্য প্রবাহ চলছে। আগামীকাল পর্যন্ত এ শৈত্য প্রবাহ বিদ্যমান থাকবে। এ কারণে আগামীকালের তাপমাত্রা রেকর্ডকৃত সর্বনি¤œ তাপমাত্রার কাছাকাছি থাকতে পারে। তবে, দিনের বেলায় আকাশে রোদ থাকায় আবহাওয়া উষ্ণ থাকবে। বাতাসের সাথে কনকনে শীতও থাকবে।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু রোগী এখনও হাসপাতালে আসেনি। এখন যে সব শিশু রুগী আসছে এটা গতানুগতিক। তবে, আরো কয়েকদিন শীতের অবস্থা এমন থাকলে শিশুরা বেশি পরিমান ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হতে পারে। শিশুদের গরম কাপড় দিয়ে জড়িয়ে রাখাতে পরামর্শ দেন তিনি।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী জানিয়েছেন, রাতে আবহাওয়া কমে গেলেও দিনের বেলায় রোদ থাকলে ফসলের ওপর প্রভাব পড়বে না বলে তিনি মন্তব্য করেন।


(এনএস/এস/জানুয়ারি২৫,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test