E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শপথ নিতে পারলেন না বড়লেখার কনিষ্ঠতম কাউন্সিলর রিপন

২০১৬ জানুয়ারি ২৮ ১৫:০৭:৪৭
শপথ নিতে পারলেন না বড়লেখার কনিষ্ঠতম কাউন্সিলর রিপন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে মাত্র ২৫ বছর বয়সেই ওয়ার্ড কাউন্সিলর পদে বিজয়ী হয়ে আলোচনায় ওঠে এসেছিলেন রাহেন পারভেজ রিপন। তবে কম বয়সে কাউন্সিলর নির্বাচিত হলেও বয়স সংক্রান্ত জটিলতায় তিনি শপথ নিতে পারেন নি।

জানা যায়, বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের নব-নির্বাচিত সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মতো রিপনও শপথ নিতে সিলেট আসেন। তবে আদালতের স্থগিতাদেশের কারণে বড়লেখা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রিপনকে শপথ পড়াতে অস্বীকৃতি জানান বিভাগীয় কাউন্সিলর জামাল উদ্দিন ভূঁইয়া। ফলে শপথ না নিয়েই ফিরে যেতে হয় তাকে।

জানা যায়, নির্বাচনে রিপনের কাছে পরাজিত প্রার্থী শামীম আহমদ উচ্চ আদালতে ৮ নং ওয়ার্ডের নির্বাচনের গেজেট প্রকাশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। রিপনের বয়স কম দেখিয়ে এ আবেদন করেন তিনি। তাঁর আবেদন আমলে আদালত এই ওয়ার্ডের গেজেট প্রকাশের উপর স্থগিতাদেশ জারি করেন। এ কারণে বুধবার অন্যদের সাথে শপথ নিতে পারেননি রিপন। তবে আদালতের আদেশ নির্বাচন কমিশনে পৌঁছার আগেই রিপনের নামে গেজেট প্রকাশ হয়েছিল এবং ২৭ জানুয়ারি শপথ গ্রহণের জন্য রিপনের কাছে চিঠি পাঠানো হয়।

এ ব্যাপারে রাহেন পারভেজ রিপন বলেন, আমি কিছুই জানি না। আদালতের স্থগিতাদেশ সংক্রান্ত কোনো চিঠিও পাইনি। বুধবার শপথ নিতে আসলে আমাকে শপথ বাক্য পাঠ করানো হয়নি।

এ ব্যাপারে মেয়র কাউন্সিলরদের শপথ পাঠ করানো সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন ভূঁইয়া বলেন, আদালতের নির্দেশনা থাকায় রিপনকে শপথ পাঠ করানো হয়নি।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মাত্র ৭ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্ধী প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন রিপন।

পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে আওয়ামীলীগের সমর্থনে ৩৭৯ ভোট পান তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ২ বারের পৌর কাউন্সিলর বিএনপির শামীম আহমদ ৩৭২ ভোট পেয়েছেন।

বিজয়ের দিন রাহেনের বয়স ছিল ২৫ বছর ১১ মাস ১৪ দিন। যা বড়লেখা পৌরসভার ইতিহাসে সবচেয়ে কমবয়সী কাউন্সিলরের রেকর্ড।


(এলএস/এস/জানুয়ারি২৮,২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test