E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার পাঁচটি স্থানে জেএমবি’র বোমা হামলা, আট আসামীর জামিন নামঞ্জুর

২০১৬ জানুয়ারি ২৮ ১৬:০০:৪৮
সাতক্ষীরার পাঁচটি স্থানে জেএমবি’র বোমা হামলা, আট আসামীর জামিন নামঞ্জুর

সাতক্ষীরা প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগষ্ট সাতক্ষীরার পাঁচটি স্থানে বোমা হামলা মামলায় আট জেএমবি সদস্যের জামিন না’মঞ্জুর করেছেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম।

বৃহষ্পতিবার সকাল ১১টায় জেল থাকা আট আসামীকে পুলিশ প্রহরায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে হাজির করা হয়। একই সাথে ওইসব মামলায় জামিনে মুক্তি পাওয়া ১০ আসামী আদালতে উপস্থিত ছিলেন।

জামিন না পাওয়া আসামীরা হলেন, মনিরুজ্জামান মুন্না, নূর আলী মেম্বর, গিয়াসউদ্দিন, ইসমাইল ওরফে হাবিবুর রহমান, বেল্লাল হোসেন, মমতাজউদ্দিন, নাসিরউদ্দিন দফাদার ও আসাদুজ্জামান ওরফে সাইফ হাজারী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপি বোমা হামলা চালায় জামায়াতুল হরকাতুল মুজাহিদ (জেএমবি)। এর মধ্যে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শহরের সদর হাসপাতাল মোড়সহ পাঁচটি স্থানে এ বোমা হামলা চালানো হয়। যদিও এতে কেউ হতাহত হয়নি। এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে সদর থানায় সাতটি মামলা দায়ের করা হয়। দেশব্যাপি ৬৩টি জেলায় বোমা হামলার ঘটনায় প্রথম আসামী সাতক্ষীরা সদর উপজেলার বাকাল ইসলামপুর চরের বাসিন্দা নাসিরউদ্দিন দফাদারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে সারা দেশে ২৫ জনের বেশি জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে শায়খ আ্ব্দুর রহমান বাংলা ভাইসহ তিনজনকে অন্য মামলায় ফাঁসি দেওয়া হয়।

২০০৮ সালে সাতক্ষীরার ছয়টি মামলায় আদালতে অভিযোগ গঠণ করা হয়। অপর একটি মামলা (এসটিসি-১২০/২০০৯) ২০০৯ সালে অভিযোগ গঠণ করা হয়। এসব মামলার আসামীরা দেশের বিভিন্ন জেলার মামলার আসামী হওয়ায় রাষ্ট্রপক্ষ তাদেরকে আদালতে নিয়ে আসতে ব্যর্থ হচ্ছে। ফলে আসামীদের অনুপস্থিতিতে গত সাত বছরে সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি। এ নিয়ে বিচার প্রার্থী ও তাদের স্বজনদের মধ্যে বেড়েছে হতাশা।

এ ব্যাপারে জেএমবি হামলা মামলার দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত পিপি অ্যাড. শেখ আব্দুস সামাদ জানান, রাষ্ট্রপক্ষের চেষ্টা থাকার পরও বছরের পর বছর এসব মামলার আসামীদের আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না। ফলে আজও সাক্ষী নেওয়া সম্ভব হয়নি। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম পরবর্তী দিন ধার্য করেন।

(আরকে/এএস/জানুয়ারি ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test