E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপ্তি

২০১৬ জানুয়ারি ২৮ ২১:৩১:০০
সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপ্তি

সাতক্ষীরা প্রতিনিধি : ‘‘টেকসই উন্নয়নে চাই প্রযুক্তি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেষ হয়েছে সাতক্ষীরায় তিন দিনব্যাপি ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৬ । বৃহষ্পতিবার বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অরুণ কুমার মণ্ডল।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের আলী। আলোচনা সভা শেষে মেলায় অংশ নেওয়া ৪৩টি স্টলকে শুভেচ্ছা পুরস্কার ও শ্রেষ্ঠ স্টল এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পল্টু বাসার।

(ওএস/পি/জানুয়ারি ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test