E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বিদ্যুৎ চুরির দায়ে মামলা, আটক ২

২০১৬ জানুয়ারি ৩১ ১৮:২০:৫৪
বাগেরহাটে বিদ্যুৎ চুরির দায়ে মামলা, আটক ২

বাগেরহাট প্রতিনিধি :বরফ কল, দুটি অটো রাইস মিল ও একটি সমিলে বিদ্যুৎ চুরির অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস,এম,মাহফুজুর রহমানসহ ৩জনের বিরুদ্ধে মামলা করেছে পলীø বিদ্যুৎ সমিতি। শনিবার রাতে বাগেরহাটের কচুয়া থানায় বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) ওয়াহিদুজ্জামান বাদী হয়ে আলোচিত এই মামলাটি দায়ের করেন।

বাগেরহাট পল্লী বিদ্যুুৎ সমিতির এজিএম (প্রশাসন) ওয়াহিদুজ্জামান জানান, শনিবার রাতে বাগেরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাইনবোর্ড এলাকায় উপজেলা চেয়ারম্যান মাহফুজের মালিকানাধীন দুটি অটো রাইস মিল, প্রগতী সমিল ও প্রগতী বরফ কলে মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরির সময় হাতে নাতে ইয়াছিন গাজী ওরফে শুভ(৫৫) ও সাগর হোসেনকে (৩৫) আটক করে। আটককৃত ইয়াছীন খুলনা কেএমপি র দৌলতপুর সড়কের মৃত কাউছার গাজীর ছেলে ও সাগর খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর এলাকার শেখ আতিয়ার রহমানের ছেলে। এদুজন ডিজিটাল মিটার টেম্পারিং এ অভিজ্ঞ বলে পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা জানান। এঘটনায় প্রগতী অটো রাইস মিল সমিল ও বরফ কলের মালিক কচুয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস,এম,মাহফুজুর রহমানকে প্রধান আসামী করে আটক এদুজনকেও আসামী করা হয়েছে। বাগেরহাট পল্লী বিদ্যুুৎ সমিতির এজিএম আরও জানান, উপজেলা চেয়ারম্যান তার তিনটি শিল্প প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে মিটার টেম্পারিং করে লাখ লাখ টাকার বিদ্যুৎ চুরি করে আসছিলেন। শনিবার রাতে আটককৃত দুজনকে তার মিল থেকে মিটার টেম্পারিং কালে ডিবি পুলিশ হাতেনাতে আটক করে। এঘটনায় উর্ধতন কতৃপক্ষের নির্দেশে আমি বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান মাহফুজকে প্রধান আসামী করে তিনজনের নামে কচুয়া থানায় মামলা দায়ের করেছি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমসের আলী জানান, আটক দুজনকে সকালে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে প্রেরন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে। প্রধান আসামীকে পুলিশ আটকের চেষ্টা করা হচ্ছে।

(এসএকে/এস/জানুয়ারি৩১,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test