E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সমুদ্রগামী ফিশিং ট্রলারের ৩৯২ জেলেকে লাইফ জ্যাকেট প্রদান

২০১৬ ফেব্রুয়ারি ০২ ১৭:৪১:১৯
বাগেরহাটে সমুদ্রগামী ফিশিং ট্রলারের ৩৯২ জেলেকে লাইফ জ্যাকেট প্রদান

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সমুদ্রগামী ১৮টি ফিশিং ট্রলারের ৩৯২ জন জেলেকে লাইফ জ্যাকেট প্রদান করা হয়েছে। ট্রপিকাল ডলফিন রিসার্চ ফাইন্ডেশনের (টিডিআরএফ) আবেদনে সাড়া দিয়ে ইন্টারন্যাশানাল মেরিটাইম রেসকিউ ফেডারেশন (আইএমআরএফ) মঙ্গলবার দুপুরে বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্রে ‘সেভ ফিশারম্যান- সেফ ফিশারিজ’ শীর্ষক এক অনুষ্ঠানে জেলেদের মাঝে জীবনরক্ষাকারী এই লাইফ জ্যাকেট প্রদান করে।

অনুষ্ঠানে চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আজমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম। অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার এ টি এম রেজাউল হাসান, টিডিআরএফে’র প্রতিনিধি মো. মাহমুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জানান হয়, কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মূদ্রা অর্জনে মৎস্য ক্ষেত্রের অবস্থান ২য়।

দেশের মানুষের আমিষের দৈনিক চাহিদার শতকরা ৬৩ ভাগই আসে মাছ থেকে। দেশের ৭১০ কিলোমিটারর্ উপকূলের প্রায় এক লখ ৬৬ হাজার বগর্ কিলোমিটার জলসীমায় প্রতক্ষ ভাবে মৎস্য আহরণের সাথে সম্পৃক্ত প্রায় এক লাখ ৬০ হাজার জেলে। প্রতিনিয়ত জীবণের ঝুঁকি নিয়ে উপকূল থেকে ২০০ নটিকাল মাইল পর্যন্ত বিস্তির্ন জলরাশিতে জীবনক্ষারী সরঞ্জামাদি ছাড়াই জীবিকার তাগিতে হাহার- হাজার জেলে মাছ আহরণ করতে যায়।

জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম এই লাইফ জ্যাকেট প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গত বছরের ১৯ সেপ্টেম্বর আকষ্মিক এক ঘুর্ণিঝড়ে বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের ১৮ জেলের বঙ্গোপসাগরে ডুবে মারা গেছে। তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি। সেদিন ওইসব জেলেদের কাছে এমন জীবণ রক্ষাকারী লাইফ জ্যাকেট থাকলে এধরণের মর্মান্তিক ঘটনা ঘটতো না।

টিডিআরএফে’র মো. মাহমুদুর রহমান বলেন, আইএমআরএফ এই অঞ্চলেরর জেলেদের জন্য মোট এক হাজার লাইফ জ্যাকেট প্রদান করেছে। যার মধ্যে ৬ শ’ লাইফ জ্যাকেট কোস্টগার্ড পশ্চিম জোন ও ৪শ’ টিডিআরএফ ও চিংড়ি গবেষনা কেন্দ্র উপকূলের ঝুঁকিপূর্ণ জেলেদের মাঝে বিতরণ করেছে। পরবর্তী এক বছর ফিশিং ট্রলারে জেলেরা নিয়মিত এই লাইফ জ্যাকেট ব্যাবহার করবে এমন শর্ত সাপেক্ষে ২৮টি ফিশিং ট্রলারের ৩৯২ জন জেলেকে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এই জীবনরক্ষাকারী লাইফ জ্যাকেট প্রদান করা হয়।

(একে/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test