E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বনদস্যু মাস্টার বাহিনী প্রধানের গ্রেফতার দাবিতে মানববন্ধন

২০১৬ ফেব্রুয়ারি ০২ ১৭:৫২:৫২
বনদস্যু মাস্টার বাহিনী প্রধানের গ্রেফতার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা ওরফে কাদের মাস্টারসহ ওই বাহিনীর গডফাদারদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে জেলে ও বনজীবীরা।

মঙ্গলবার দুপু্ের রামপাল উপজেলার বড় কাটালী বাজারে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষ বনদস্যু মাস্টার বাহিনীর ও তাদের আশ্রয়দাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে শত শত জেলে ও বনজীবীসহ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধন চলাকালে জেলে ও বনজীবীরা তাদের বক্তব্যে বলেন, রামপাল উপজেলার ভোজপাতিয়া, পেড়িখালী, ও মংলার সোনাইলতলা ইউনিয়নের বনজীবীসহ জেলে সম্প্রদায়কে আটকে রেখে সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে অপহরণসহ অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। এদের অত্যাচারে এলাকার মানুষ রাতে ঘুমাতে পারছেনা।এই বনদস্যু বাহিনীর গডফাদার একাধিক মামলার আসামী জাহাংগীর ও হাকিমসহ বনদস্যুদের গ্রেফতারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বনদস্যুরা মুক্তিপণ না পেলে এলাকায় এসে তাদের আশ্রয়দাতাদের সহয়তায় জেলে ও বনজীবীরা পরিবারের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। এদের বিরুদ্ধে মামলা হলেও তারা রয়েছে ধরা ছোয়ার বাইরে।

মানববন্ধনে বক্তব্য দেন, রামপাল পেড়িখালী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা কাজল, কৃষক লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য শাহজাহান হাওলাদার, ইউপি সদস্য আবুল হায়াত, আলম হোসেন, মুক্তিযোদ্ধা হাসেম মাঝিসহ জেলে ও বনজীবীরা।

(একে/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test