E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পেকুয়ায় বিশ্বকাপ ফুটবলের অন্যরকম আমেজ

২০১৪ জুন ০১ ১৪:৩১:৩০
পেকুয়ায় বিশ্বকাপ ফুটবলের অন্যরকম আমেজ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : আগামী ১২জুন ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল আসরকে ঘিরে পেকুয়া উপজেলায় ফুটবল সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা মুখর আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জানা যায়, প্রতিবারের ন্যায় এবার ও জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল।

এ ফুটবল আসরকে ঘিরে পেকুয়া সদর ইউনিয়ন ছাড়াও মগনামা, উজানটিয়া, বারবাকিয়া, শীলখালী, রাজাখালী ও টৈটং ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে জমজমাট ফুটবল আসরে প্রিয় দেশগুলোর পতাকা উত্তোলনে মহা ব্যস্ততা দেখা যাচ্ছে। যে দেশের পতাকা থাকুক না কেন তবে বাংলাদেশের লাল সবুজের পতাকা তো সাথে আছেই। এছাড়াও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজারের পুরো এলাকা জুড়ে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন সমর্থকদের পতাকা ছেয়ে গেছে। তবে পতাকা উত্তোলনে ব্রাজিল সমর্থকরা এগিয়ে রয়েছেন। এক ফুটবল প্রেমি ব্রাজিল সমর্থক জানান, আমাদের প্রিয় দল ব্রাজিল টানা ৫বার চ্যাম্পিয়ন হয়েছে, এবারও আমরা স্বাগতিক দল হিসেবে চ্যাম্পিয়ন হবো। অপরদিকে আরেক ফুটবল ভক্ত আর্জেন্টিনা সমর্থকদের মতে, আমাদের দল এবার বিশ্বকাপ প্রত্যাশি হয়ে সামনে এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে পেকুয়ার আনাচে কানাচে বিশ্বকাপ ফুটবলকে লক্ষ্য করে অন্য রকম আমেজ বয়ে যাচ্ছে।
(এমকেইউ/এএস/জুন ০১, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test