E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমিতে ইট, বালি ও মাটি রাখার প্রতিবাদ করায় বৃদ্ধাকে মারপিট

২০১৬ ফেব্রুয়ারি ০৪ ২০:০২:১৯
জমিতে ইট, বালি ও মাটি রাখার প্রতিবাদ করায় বৃদ্ধাকে মারপিট

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : লোহাগড়ায় একজন বৃদ্ধার জমিতে ইট, বালি ও মাটি রাখার প্রতিবাদ করায় ওই বৃদ্ধাকে পিটিয়ে আহত করেছে ইট ভাটার মালিক ও তার সাঙ্গ-পাঙ্গরা। গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলার পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত বৃদ্ধাকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার লোহাগড়া থানায় একটি অভিযোগপত্র দায়ের করা হলেও রহস্যজনক কারণে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করে নাই।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার কাশিপুর ইউপি’র পদ্মবিলা গ্রামের মৃত পীর মিয়া শেখের ছেলে রজিবর রহমান শেখ ওই গ্রাম সংলগ্ন ফসলি জমিতে একটি ইট ভাটা গড়ে তোলে। ইট ভাটা গড়ে তোলার শুরু থেকেই ইট ভাটার মালিক একই গ্রামের মৃত আমির হোসেনের জমিতে ইট, বালি ও মাটি ফেলে রাখে। ঘটনাটি জানতে পেরে বর্তমান জমির মালিক মৃত আমির হোসেনের স্ত্রী আয়েশা বেগম (৬৮) গত মঙ্গলবার স্ব-শরীরে ওই জমিতে উপস্থিত হয়ে তার জমিতে ইট, বালি ও মাটি রাখার কারন জানতে চাইলে ভাটার মালিক রজিবর রহমান, তার ছেলে কামাল শেখ, জামাতা ইমদাদ ও কাশিপুর গ্রামের ইসহাক মোল্যার ছেলে সোহাগ মোল্যা বৃদ্ধাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে টানা-হ্যাচড়াসহ মারধোর করে। এতে করে, ওই বৃদ্ধা আয়েশা বেগম অসুস্থ্য হয়ে পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পোতা ছরোয়ার শেখ বাদী হয়ে বুধবার লোহাগড়া থানায় একটি অভিযোগপত্র দায়ের করে। এ কারনে ভাটার মালিক রজিবর ছরোয়ারকে হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছে। লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক মাসুদ আহম্মদ গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করলেও রহস্যজনক কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করে নাই। এ ব্যাপারে সহকারী উপ-পরিদর্শক মাসুদ আহম্মদ বলেন, ‘তদন্তকালে ওই বৃদ্ধাকে মারপিট করা হয়েছে- এমন কোন স্বাক্ষ্য প্রমান মেলেনি। তবে তিনি ইট ভাটার মালিককে বৃদ্ধার জমিতে ইট, বালি ও মাটি না রাখার জন্য নির্দেশ দিয়েছেন’। অভিযোগ রয়েছে, ওই ইট ভাটার মালিক প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় এহেন অন্যায়-অত্যাচার করে চলেছে।

(আরএম/পি/ফেব্রুয়ারি ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test