E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্তঃ সেক্টর অ্যাথলেটিক প্রতিযোগিতায় রাজশাহী সেক্টর চ্যাম্পিয়ন

২০১৬ ফেব্রুয়ারি ০৪ ২১:৪১:৫২
আন্তঃ সেক্টর অ্যাথলেটিক প্রতিযোগিতায় রাজশাহী সেক্টর চ্যাম্পিয়ন

দিনাজপুর প্রতিনিধি :বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি রংপুর বিজিয়নে অধিন আন্ত সেক্টর অ্যাথলেটিক প্রতিযোগিতার চুড়ান্ত খেলায় রাজশাহী সেক্টর দল চ্যাম্পিয়ন হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত সোমবার (১ফেব্রুয়ারি) থেকে এ খেলা শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয়।

সমাপণী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বিজিবি রংপুর বিজিয়নের রিজিয়না কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার শফিক, বিশেষ অতিথি ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল খালেকুজ্জামান (পিএসসি)।

এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী, রংপুর রিজিয়নের (আরআইবি) ব্যুারো চিফ লে. কর্নেল তানজির আহম্মেদ জারগীরদার, রংপুর রিজিয়নের গ্রুপ কমান্ডার (এফআইজি) মেজর মীর আলী আশরাফ পদেশ প্রমুখ।

আন্তঃ সেক্টর অ্যাথলেটিক প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি রংপুর বিজিয়নে অধিন রংপুর সেক্টর, দিনাজপুর সেক্টর, ঠাকুরগাঁও সেক্টও ও রাজশাহী সেক্টরের খেলোয়াড়রা অংশ নেন।

এতে রাজশাহী সেক্টরের খেলোয়াড়রা ৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পেয়ে চ্যাম্পিয়ান হওয়ার মর্যাদা অর্জন করেন। দিনাজপুর সেক্টরের খেলোয়াড়রা ৭টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়ে রানার্স আপ হয়েছেন।

একইভাবে রংপুর সেক্টরের খেলোয়াড়রা ২টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ এবং ঠাকুরগাঁও সেক্টরের খেলোয়াড়রা ১টি স্বর্ণ ও ৬টি ব্রোঞ্জ পেয়েছেন।

শেষে চ্যাম্পিয়ান ও রানার্সদলের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবি রংপুর বিজিয়নের রিজিয়না কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার শফিক।

(এসিডি/এস/ফেব্রুয়ারি০৪,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test