E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলতা শরীফে আগামী সোমবার থেকে পবিত্র ওরছ শরীফ শুরু

২০১৬ ফেব্রুয়ারি ০৫ ১৯:৩৬:৫৪
নলতা শরীফে আগামী সোমবার থেকে পবিত্র ওরছ শরীফ শুরু

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লহ হজরত শাহ্ছুফী খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫২ তম পবিত্র ওরছ শরীফ আগামী সোমবার থেকে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শুরু হচ্ছে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওরছ শরীফ উদ্যাপন কমিটির আহবায়ক ও নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ’র সুনিপুন তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য ওরছ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি পুরাদমে এগিয়ে চলেছে। দেশ-বিদেশ থেকে ওরছ শরীফে আসা ভক্তবৃন্দের থাকা খাওয়ার জন্য কয়েকটি গেস্ট হাউজ,স্কুল-কলেজসহ কয়েকশত অস্থায়ী আস্তানা করা হয়েছে। তাছাড়া নলতা পাক রওজা শরীফ, মিশন অফিস, পীর আম্মার মাজার শরীফ, মাহফিল মাঠ, মসজিদ, সকল গেস্ট হাউজ, পীর ভবন, রন্ধনশালা, কুলখানী মাঠ, যানবাহন গ্যারেজ, তথ্য ও অনুসন্ধান কেন্দ্র, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিকসহ অন্যান্যদের আবাসন ব্যবস্থা, গেট, প্যান্ডেল, লাইটিং, প্রধান বা সকল সড়ক এবং আশপাশের সকল বাসভবন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়িতে বেশকিছু দিন পূর্বে থেকে নলতা শরীফ এলাকায় বিরাজ করছে সাজসাজ রব। প্

রতিদিন নলতা শরীফে আগমন ঘটছে স্থানীয়সহ দূরবর্তী বিভিন্ন স্থানের দর্শনার্থীদের। তবে ওরছের জন্য অগ্রীম আনা মরুভুমির উটের কারণে মূল ওরছ শুরুর পূর্বেই স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষের অব্যাহত উপস্থিতিতে এবং ওরছ শরীফের প্রতিদিন বিভিন্ন কাজের জন্য আসা অসংখ্য নারী-পুরুষের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে নলতা শরীফ এলাকা প্রতিদিন মানুষের মিলন মেলায় পরিণত হচ্ছে।


(আরএনকে/এস/ফেব্রুয়ারি০৫,২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test