E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় শিক্ষা মেলার উদ্বোধন

২০১৬ ফেব্রুয়ারি ০৭ ১৭:২৬:০৩
সাতক্ষীরায় শিক্ষা মেলার উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি :  দু’দিন ব্যাপি জাতীয় শিক্ষা মেলা ও শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।

‘মানসম্মত শিক্ষা জাদির প্রতিজ্ঞা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার কোনো বিকল্প নেই। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিজ্ঞান মনোষ্ক শিক্ষা গ্রহণের মাধ্যমে গড়ে তুলতে হবে। আজকের শিশুরা আগামি দিনের ভবিষ্যত। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি জ্ঞান চর্চায় সহায়ক হিসাবে কাজ করবে। এ জেলার শিক্ষার্থীরা তাদের জ্ঞানের আলোয় দেশকে আলোকিত করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শেখ ওহিদুল আলম, পিটিআই এর সহকারী সুপার মো: সরওয়ার জাহান, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার শিক্ষা অফিসার ওবায়দুল্লাহিল আসলাম, কলারোয়া উপজেলা শিক্ষাা অফিসার মো: আকবর হোসেন, বারুই বায়শা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন, পাচানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঙ্কজ কুমার বর্মন প্রমুখ।

এ মেলায় উপজেলা শিক্ষা অফিসের সমন্নয়ে ৭টি স্টল অংশ নেয়। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ও শিক্ষাা অফিসারসহ অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। আলোচনা সভা পরিচালনা করেন সদর প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান।


(আরএনকে/এস/ফেব্রুয়ারি০৭,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test