E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিতার দেখানো পথেই কাজ করতে চান কমলগঞ্জ পৌর কাউন্সিলর

২০১৬ ফেব্রুয়ারি ০৭ ২০:৫৮:৫৭
পিতার দেখানো পথেই কাজ করতে চান কমলগঞ্জ পৌর কাউন্সিলর

মৌলভীবাজার প্রতিনিধি : পিতা মরহুম আব্দুল মতলিব তরফদারের দেখানো পথেই পৌরসভার নাগড়িকদের কল্যাণে কাজ করে যেতে চান কমলগঞ্জ পৌরসভার ২য় বারের মত নির্বাচিত কাউন্সিলর রাসেল মতলিব তরফদার। কমলগঞ্জ উপজেলার ৯নং ওয়ার্ডের রামপাশা গ্রামের মৃতঃ মোঃ আব্দুল মতলিব তরফদার এর পুত্র রাসেল মতলিব তরফদার স্কুল জীবন থেকেই মানব সেবায় নিজেকে নিয়োজিত করে রাখতেন।

৩ ভাই ২ বোন এর মধ্যে রাসেল সবার বড়। বিলাসী জীবন ছেড়ে নিজ এলাকার উন্নয়নে সব সময় ব্যস্ত। ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হবার পূর্বেও এলাকার প্রতিটি রাস্থা পাকাকরণকাজ, আত্বীয়সজনসহ এলাকার মানুষের সহযোগিতায় মসজিদ নির্মাণ, ঈদগাহ নির্মাণ, হিন্দুদের ভৈরবথলী বাউয়ান্ডারী নির্মাণসহ নানা উন্নয়নমূলক কাজ করেন। বর্তমানেও পরিকল্পনাধীন অবস্থায় আছে একটি দূর্গাবাড়ি নির্মাণ কাজের। পাকিস্তান আমলে তৎকালিন সিলেট বিভাগের এমএলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সাবেক সাংসদ মরহুম ইলিয়াস আলীর মামাত ভাই ছিলেন রাসেল মতলিব তরফদারে পিতা মৃতঃ মোঃ আব্দুল মতলিব তরফদার। সেই সুবাদে ইলিয়াস আলীর সাথে আওয়ামীলীগ এ যোগ দান করেন। ১৯৬৯-৭০ সালে যখন আওয়ামীলীগ এর দূঃসময় চলে ঠিক তখনই যারা কমলগঞ্জের হাল ধরেন তাদের মধ্যে তার পিতাঃ মোঃ আব্দুল মতলিব তরফদার ছিলেন অন্যতম। তিনি মহান স্বাধীনতা যুদ্ধের একজন সফল সংগঠক ছিলেন। পরবর্তীতে তিনি রিলিপ চেয়ারম্যানের দায়িত্ব পান। এই সুবাধে নিজ এলাকার উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়েন। ৫ নং ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট পূণনির্মাণ, কমলগঞ্জ ডিগ্রি কলেজে ১২ কিয়ার জমি দান এবং কলেজ নির্মাণে মরহুম ইলিয়াছ আলীর সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। তার ১ ছেলে ও ২ মেয়ে স্থায়ী ভাবে আমেরিকা বসবাস করেন ও ১ম ছেলে রাসেল মতলিব তরফদার কমলগঞ্জ পৌরসভার দুই দুইবারের নির্বাচিত কাউন্সিলর।

(এমএকে/পি/ফেব্রুয়ারি ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test