E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ইউপি নির্বাচন : মদনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাঁপ শুরু

২০১৬ ফেব্রুয়ারি ০৮ ১৪:০৮:২৭
ইউপি নির্বাচন : মদনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাঁপ শুরু

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : সরকার ঘোষিত দলীয় মনোনয়নে পৌর নির্বাচনের ইমেজ কাটতে না কাটতেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজ দলীয় মনোনয়ন পেতে নেত্রকোণার মদন উপজেলার ৮টি ইউনিয়নের সকল সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীগণ জেলা, উপজেলা ও নিজ আসনের এমপিদের নিকট পুরুদমে দৌড়-ঝাঁপ শুরু করেছেন।

বিগত পৌর নির্বাচনে নেত্রকোণার সদরসহ ৫টি পৌরসভার নির্বাচনে মদন পৌরসভাই একমাত্র আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী এবং নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি থাকায় এই ইউপি নির্বাচনে বিএনপি মরন কামড় দিতে পারে বলে অভিজ্ঞ মহল ধারণা করছেন।

উপজেলার ৮টি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের নাম পাওয়া যায় তারা হচ্ছেন, ১নং কাইটাইল ইউপি আওয়ামীলীগ থেকে- মজিবুর রহমান, সাফায়েত উল্লাহ রয়েল, রুহুল আমিন, তাহের উদ্দিন সরকার, মোঃ শাজাহান তালুকদার। বিএনপি থেকে- আবু তাহের, হারেছ মিয়া, খাইয়ুল ইসলাম তালুকদার। ২নং চানগাঁও ইউপি আওয়ামীলীগ থেকে- মজিবুর রহমান বিল্লাল, মোঃ সেলিম মিয়া, লিটন বাঙালী। বিএনপি থেকে- নুরুল আলম তালুকদার, আজিজুর রহমান আঞ্জু, জহিরুল ইসলাম বাচ্চু। ৩নং মদন ইউপি আওয়ামীলীগ থেকে- জহিরুল ইসলাম বাবুল, আব্দুস সাত্তার আহম্মেদ। বিএনপি থেকে- মজিবুর রহমান চৌধুরী, সাইদুর রহমান সম্রাট, মোঃ রহিছ মিয়া, এম.এ আহাদ, বদরুজ্জামান শেখ। ৪নং গোবিন্দশ্রী আওয়ামীলীগ থেকে মোঃ আব্দুল মালেক, এ.কে.এম নুরুল ইসলাম ছদ্দু মিয়া, আব্দুল জব্বার, মোঃ শাহ আলম, মাইদুল ইসলাম খান মামুন।

বিএনপি থেকে- সৈয়দ আমিরুল ইসলাম রুজেল, মকবুল হোসেন খান খোকন মাস্টার, মোঃ জহিরুল ইসলাম রোকন, কামরুল ইসলাম। ৫নং মাঘান আওয়ামীলীগ থেকে- জহিরুল ইসলাম মাসুদ, এডভোকেট কায়কোবাদ চৌধুরী, মোঃ হাবিবুর রহমান হবু, এডভোকেট জি,এম শামসুল আলম চৌধুরী। বিএনপি থেকে- আলহাজ্ব দেলোয়ার হোসেন চৌধুরী। ৬নং তিয়শ্রী আওয়ামীলীগ থেকে- আজিজুল হক খান সোহেল, তোফায়েল আহম্মেদ, এডভোকেট সিহাব উদ্দিন। বিএনপি থেকে- ফখর উদ্দিন, রুহুল আমিন, আজাদ মিয়া। ৭নং নায়েকপুর ইউপি আওয়ামীলীগ থেকে- আব্দুস সালাম খান সেলিম, গোলাম মোস্তাফা, রফিকুল ইসলাম খোকন মাস্টার, মোঃ মোসলেম উদ্দিন ভূঁইয়া, শামসুল হক ভূঁইয়া। বিএনপি থেকে- মোঃ কামরুজ্জামান হিরা, মোঃ হাবিবুর রহমান হবু, আতিকুর রহমান রোমান। ৮নং ফতেপুর ইউপি আওয়ামীলীগ থেকে- দেওয়ান মসরু ইয়ার চৌধুরী, সবল চৌধুরী, মোঃ আব্দুর রহিম, মনির হোসেন চৌধুরী আক্কু, বদরুজ্জামান খান মহ্বত। বিএনপি থেকে- রফিকুল ইসলাম চৌধুরী, গোলাম খাইয়ুম সাগর, পাখি খান, বাচ্চু চৌধুরী। জাতীয় পার্টি থেকে- মহিউদ্দিন তালুকাদর।

(এএমএ/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test