E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলারোয়া সীমান্তে মুরগীর বাচ্চা উদ্ধার

২০১৬ ফেব্রুয়ারি ০৯ ২০:১৪:০১
কলারোয়া সীমান্তে মুরগীর বাচ্চা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ট্রাকভর্তি ভারতীয় মুরগীর বাচ্চা জব্দ করেছে। গতকাল মঙ্গলবার ভোর চার টার দিকে কলারোয়া উপজেলার দাতভাংগা সীমান্ত থেকে এ মুরগীর বাচ্চা জব্দ করা হয়।

বিজিবি জানায় জব্দকৃত ট্রাক তল্লাশী করে উদ্ধার করা হয় শক্ত কাগজের খাচায় রাখা ১৮ হাজার পিচ মুরগীর বাচ্চা। ট্রাকসহ যার মূল্য ১৯ লাখ টাকা। তবে, বিজিবি এ সময় কোন কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দাতভাংগা সীমান্তে অভিযান চালায়। এ সময় উক্ত স্থান থেকে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা ১৮ হাজার পিচ মুরগীর বাচ্চা একটি ট্রাকে তোলার চেষ্টা করা হচ্ছিল। এসসময় বিজিবি সেখানে হানা দিয়ে মুরগীর বাচ্চাসহ ট্রকটি জব্দ জব্দ করে।

তিনি আরো জানান, সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন সীমান্ত পথে ভারতীয় মুরগীর বাচ্চা ও ডিমের চোরাচালান অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হলে দেশের উন্নয়নশীল পোল্ট্রি শিল্প ধ্বংশের মুখে পতিত হবে। তাই এই পোল্ট্রি শিল্পকে ধ্বংশের হাত থেকে রক্ষাসহ দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে বিজিবির এই চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

(আরএনকেে/এস/ফব্রেুয়ারি০ি৯,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test