E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারী উদ্যোক্তাদের বসন্ত বরণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান

২০১৬ ফেব্রুয়ারি ০৯ ২১:০০:০১
নারী উদ্যোক্তাদের বসন্ত বরণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ-৫ আসনের আওতাধীন এলাকার অসহায় নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত উদ্যোগে ৫’শ জন নারীকে সেলাই ও চলিত মূলধন হিসেবে ৫’হাজার টাকার প্রদানের প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন বসন্ত বরণের মধ্য দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হবে সেলাই মেশিন ও চলিত মূলধন। বসন্ত রবণ অনুষ্ঠানে বাসন্তী রঙের শাড়িতে সেজে সেলাই মেশিন ও চলিত মূলধন গ্রহণ করবেন নারী উদ্যোক্তারা।

সেই লক্ষ্যে মঙ্গলবার( ৯ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ ক্লাবের ৩য় তলায় শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে ওই ৫’শ নারী উদ্যোক্তাদের মাঝে বাসন্তী রঙের শাড়ি বিতরণ ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের আওতাধীন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিটি করপোরেশনের কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও নারী নেত্রীদের মাধ্যমে ৫’শ নারী উদ্যোক্তাদের জন্য ৫’শ পিছ বাসন্তী রঙে শাড়ি ও অনুষ্ঠানে যোগদানের টোকেন প্রদান করা হয়েছে।
ইতোমধ্যে ওই ৫’শ নারী উদ্যোক্তার কার্যক্রম পরিচালনা করার জন্য নারায়ণগঞ্জ উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহবায়ক করা হয়েছে বিশিষ্ট সমাজ সেবীকা ও নারী নেত্রী আঞ্জুমান আরা আকসির।

বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক এর সভাপতিত্বে ওই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা আক্তার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শওকত হাসেম শকু, কামরুল হাসান মুন্না, শারমিন হাবিব বিন্নী, ইসরাত জাহান খান স্মৃতি, রেজওয়ানা হক সুমি, ইফাত জাহান মায়া, মহানগর যুব মহিলালীগের সভাপতি অ্যাডভোকেট মাহমুদ মালা, জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি আঞ্জুমান আরা ভুইয়া, সাধারণ সম্পাদক আলেয়া বেগম, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলী, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম, জাতীয় মহিলা পার্টির নেত্রী পলি বেগম প্রমুখ।

সভায় জিএম ফারুক বলেন, ব্যবসায়ী নেতা ও সংসদ সদস্য সেলিম ওসমান নিজে যেভাবে তিলে তিলে বাংলাদেশের একজন বিজনেস আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক তেমনি তিনি নারায়ণগঞ্জের অসহায় নারীদেরকেও সাবলম্বী এবং প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। সেই লক্ষ্যে উনার ব্যক্তিগত উদ্যোগে ৫’শ নারী উদ্যোক্তা তৈরি করতে ৫’শ সেলাই মেশিন এবং চলিত মূলধন হিসেবে ৫’ হাজার করে টাকা প্রদান করবেন। আগামী ১৩ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ ক্লাবের গ্রীণলন গ্রাউন্ডে বসন্ত বরণ অনুষ্ঠানের নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মাতলুব হোসেন।




(এসএইচএম/এস/ফব্রেুয়ারি০৯,২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test