E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলতা শরীফে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ওরছ শরীফ

২০১৬ ফেব্রুয়ারি ১০ ১৯:৫৮:০১
নলতা শরীফে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ওরছ শরীফ

সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী খানবাহাদুর আহ্ছানউল্লাহ’ র. (১৮৭৬-১৯৬৫) এঁর ২৬, ২৭, ২৮ মাঘ ৮,৯, ১০ ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী  ৫২ তম বার্ষিক ওরছ শরীফ  ২৮ মাঘ, ১০ ফেব্র“য়ারি বুধবার সকাল পৌনে ১০ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওরছ শরীফ উদ্যাপন কমিটির আহবায়ক ও নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ’র বিশেষ দিক নির্দেশনায় ও উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আখেরী মোনাজাতের পূর্বে বাদ ফজর হতে পাক রওজা শরীফে খতমে কোরআন মজিদ, কলেমাখানি, মিলাদ শরীফ, হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রঃ) এঁর পাক রুহের উপর ছওয়াব রেছানীসহ পীর কেবলার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিম উল্লাহ ।আখেরী মোনাজাত অনুষ্ঠানে ভক্তের পত্র পাঠ করেন ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ কাজী রফিকুল আলম।

বক্তব্য রাখেন পীর কেবলার ভক্ত ও খুলনা বিভাগীয় কমিশনার আলহাজজ মো. আব্দুস সামাদ, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি প্রকৌশলী ড. কাজী আলী আজম (ঢাকা), ড. গোলাম মঈনউদ্দীন (আমেরিকা) ও যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্জ মো. আব্দুস সাত্তার। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী মো. সাইদুল ইসলাম আছাদ (ঢাকা)। মিলাদ, ফাতেহা ও তাওয়াল্লাদ শরীফ পাঠ করেন হাফেজ মো. হাবিবুর রহমান। হামদ্ পরিবেশন করেন মালিবাগ ঢাকা অঅহছানিয়া মিশনের আলহাজ্জ নেছার আহমেদ চেীধুরী। নাত-এ রসুল পাঠ করেন মাঘরী আহছানিয়া মিশনের মো. ফিরোজ আলম। মুর্শিদী পেশ করেন ঢাকা আহছানিয়া মিশনের মো. মানছুরু রহমান ও হবিগঞ্জের মো. আব্দুর রহমান। কেয়াম পরিবেশন করেন হাফেজ মো.আব্দুর রহমান। তিন দিন ব্যাপী ওরছের বুধবার সকালে পাক রওজা শরীফের আখেরী মোনাজাত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিশনের সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, নবাগত জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, স্বাস্থ্যমন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডা. মো. খলিল উল্লাহ, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবু মাসুদ,প্রমুখ।

মোনাজাতের সময় নলতা শরীফ এলাকা পীর কেবলার ভক্তবৃন্দের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারসহ বক্তাগণ- পীর কেবলার মটো “¯্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” অনুযায়ী বেশি বেশি কাজ করার এবং পীর কেবলার কর্মময় জীবনের কিছুটা হলেও নিজেদের জীবনে বাস্তবায়ন করার আহবান জানান। সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশবাসীর সুখ-শান্তি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ রংপুরী।



(জেএইচ/এস/ফেব্রুয়ারি১০,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test