E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে শেখ আকলিমা স্কুলে চুরি

২০১৬ ফেব্রুয়ারি ১২ ১৫:০০:১৩
গোপালগঞ্জে শেখ আকলিমা স্কুলে চুরি

গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জ সদর উপজেলার তালা গ্রামের শেখ আকলিমা-আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে চোরেরা ওই স্কুলের জানালার রড ভেঙ্গে ভেতরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে। তাছাড়া চোরেরা স্কুল লাইব্রেরীসহ অফিসের সবকটি কক্ষে ঢুকে সকল আসবাবপত্র তছনছ করে রেখে যায়।

স্কুলের অফিস সহকারী শিরিনা ইসলাম জানান, শুকবার সকালে ৬ টার সময়ে আমাদের দপ্তরী স্কুলে এসে দেখতে পায় স্কুলের সবকটি রুমের দরজা ভাঙ্গা। স্কুলের নানা খাতের ৫০ হাজার টাকা রাখাছিল লাইব্রেরীর আলমারীতে। চোরেরা আলমারী ভেঙ্গে ওই টাকাসহ মূল্যবান ফাইলপত্র নিয়ে গেছে। চোরেরা সবক’টি কক্ষের আলমারী ভেঙ্গে মালামাল তচনছ করে ক্ষতিগ্রস্ত করেছে।

স্কুলের সহকারি শিক্ষক সুলতান আহম্মেদ, মিতু আরা বেগম, লাভলী খানম, দপ্তরী মোঃ আবু তালেব শেখ, এলাকার মুরব্বী মোঃ জালাল উদ্দিন বলেন, স্কুলের জায়গা নিয়ে স্থানীয় প্রতিপক্ষ আছে। কিন্তু, তার জন্য শিক্ষা প্রতিষ্ঠনে তারা চুরির ঘটনা ঘটাতে পারেনা।
স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সাজেদুর রহমান বাবু বলেন, বৃহস্পতিবার স্কুলের বাৎসরিক পিকনিকে গিয়েছিলেন তারা। সকালে তিনি জানতে পারেন তার স্কুলে চুরি হয়েছে। তিনি এ ঘটনায় গোপালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করবেন। তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত দাবী করছেন।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জালাল উদ্দিন বলেছেন, বিষয়টি আমি জেনেছি। কারা কি কারনে এ ঘটনা ঘটিয়েছে তার সূষ্ঠ তদন্ত করা হবে




(এমএইচএম/এস/ফেব্রুয়ারি১২,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test