E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জ জেলা জাসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২০১৬ ফেব্রুয়ারি ১৩ ১৬:৪২:৩০
গোপালগঞ্জ জেলা জাসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, দুর্নীতি রোধ না করলে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করা সম্ভব হবেনা।

শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন, পদ্মা সেতু নির্মান করছেন, যুদ্ধাপরাধীদের বিচার করছেন, শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছেন এজন্য বাংলার মানুষ শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ থাকবে। কিন্তু, দুর্নীতি বিষয়ে অন্য সময়ের ক্ষেত্রে আমরা ১৪ দলীয় সরকার খুব বেশী উন্নতি করেছি তা ঠিক নয়। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও পরিবেশ না গড়লে দেশ কোনদিনই মধ্যম আয়ের দেশে পরিনত হতে পারেনা।

তিনি আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলা জাসদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রাজাকার মুক্তিযোদ্ধাদের সমান্তরালে রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। সকল যুদ্ধাপরাধীর বিচার হবে, কেউ তাতে দ্বিমত পোষন করবেনা-এমনকি খালেদা জিয়ার সাহস হবেনা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কথা বলার। এই বাংলাদেশ একদিন যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ হবে।

গোপলগঞ্জ জেলা জাসদের সভাপতি এ্যাড. সহিদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যানের মধ্যে কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ জহিরুল আলম বাবর, সমবায় বিষয়ক সম্পাদক হেমায়েত উল্লাহ হিরো, সদস্য সাইদুজ্জামান, খন্দকার সাইদুল রহিম বিটুল, জাতীয় যুব ফ্রন্টের কেন্দ্র্রীয় কমিটির সভাপতি রোকনুজামান রোকন, সম্মেলনের আহবায়ক বদর খান ঠাকুর, গোপালগঞ্জ জেলা জাসদ নেতা শংকর কুমার দাস, সাঈফুর রশিদ চৌধুরী, এস এম বাবুল হক টুটুল, শেখ মহব্বত-ই-আনোয়ারসহ জেলার পাঁচ শতাধিক জাসদ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(এমএইচএম/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test