E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গণঅবস্থান কর্মসূচী

২০১৬ ফেব্রুয়ারি ১৩ ১৮:১৫:৩৬
গাইবান্ধায় তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গণঅবস্থান কর্মসূচী

গাইবান্ধা প্রতিনিধি : তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে গণঅবস্থান কর্মসূচী পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ওই কর্মসূচী পালিত হয়।

তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই- স্লোগান নিয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর মাঝে অনুষ্ঠিত গণ অবস্থান কর্মসূচীতে কৃষক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সংগঠণের সভাপতি এমদাদুল হক নাদিম, সদস্য সচিব শ্যামল কুমার দাশ, কৃষক আব্দুর রহিম, মৎস্যজীবী বিনোদ চন্দ্র, জিতেন্দ্র নাথ, সমা সেবক এবিএম মন্জু, মাইদুল ইসলাম টেক্কা, মামুনুর রশিদ, তাজুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তিস্তার উজানে গজলডোবায় ভারতের বাধ নির্মাণের ফলে তিস্তানদী পানিশুন্য হয়ে পড়েছে। আন্তর্জাতিক আইন লংঘন করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিয়ে তাদের মরু অঞ্চলগুলোতে পানি নিয়ে যাচ্ছে আর সুজলা সুফলা বাংলার মানুষ পানির জন্য হাহাকার করছে।

বক্তারা অবিলম্বে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

(আরএ/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test