E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভাল বাসুন

২০১৬ ফেব্রুয়ারি ১৪ ১৬:৩১:২৪
বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভাল বাসুন

বাগেরহাট প্রতিনিধি :‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভাল বাসুন’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হলো সুন্দরবন দিবস।

এ উপলক্ষ্যে রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।

শেষে মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো: শাহ আলম টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন উল হাসান, পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, এবিএম মোশাররফ হুসাইন, এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, বাবুল সরদার, মুক্তিযোদ্ধা মো: নাসির উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা, সুন্দরবনের ভিতর দিয়ে নৌ চলাচল বন্ধ, সুন্দরবন সন্নিহিত এলাকায় রামপালে মৈতী ও ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র এবং নৌ বাহিনীর শীপইয়ার্ড নির্মান বন্ধসহ সুন্দরবনে ডলফিনের অভ্যায়আরণ্য বগি-শেল্যা-হারবাড়িয়া নদী দিয়ে প্রাস্তবিত স্টিমার সার্ভিস বন্ধের দাবি জানানো হয়।

(এসএকে/এস/ফেব্রুয়ারি১৪,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test