E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'শুধু ধনীরাই নয়,সাধারণ মানুষও স্মার্ট ফোন ব্যবহার করবেন'

২০১৬ ফেব্রুয়ারি ১৪ ১৭:১৯:০২
'শুধু ধনীরাই নয়,সাধারণ মানুষও স্মার্ট ফোন ব্যবহার করবেন'

গোপালগঞ্জ প্রতিনিধি :দেশব্যাপী ইউনিয়ন পরিষদ অফিসে ব্রড ব্যান্ড ইন্টারনেট সার্ভিসের উদ্বোধন করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম এমপি। আজ রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্নি ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ অফিসে ব্রড ব্যান্ড ইন্টারনেট সংযোগের উদ্বোধন করা হয়।

এ সার্ভিসের উদ্ভোধন কালে তারানা হালিম বলেন, এখন থেকে শুধু ধনীরাই স্মার্ট ফোন ব্যবহার করবেন না। দরিদ্র কৃষক ও খেটে খাওয়া মানুষ যাতে স্বল্প মূল্যে স্মার্ট ফোন ব্যবহার করতে পারে তার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ইতোমধ্যে দু’টি মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে কথা হয়েছে। তিনি বলেন, কিস্তির মাধ্যমে তারা এসব স্মার্ট ফোনের দাম পরিশোধ করতে পারবেন এবং বাড়িতে বসেই কৃষক ও সাধারন মানুষ নানা ইন্টারনেট সুবিধা পাবেন।

বর্নি ইউনিয়ন পরিষদ অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহম্মেদ চৌধুরী।

প্রথম ধাপে ১ হাজার ১শ’ ১০ টি ইউনিয়নে এ ইন্টারনেট সুবিধা দেয়া হচ্ছে। ৮০ টি ইউনিয়ন পরিষদ অফিসে এ সেবা আজ থেকে চালু করা হয়েছে। সারা দেশে ইউনিয়ন পরিষদ গুলোতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট সেবা দিতে সরকার ৬শ’৭৮ কোটি টাকার প্রকল্প গ্রহন করেছে।
এরআগে, মন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহম্মেদ চৌধুরী আলাদাভাবে জাতীর জনকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, বিটিসিএর-এর কর্মধ্যাক্ষ মোহাম্মদ মঈনউদ্দিন প্রমুখ।


(এমএইচএম/এস/ফেব্রুয়ারি১৪,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test