E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা ইউপি সদস্যের মৃত্যু

২০১৬ ফেব্রুয়ারি ১৪ ১৭:৩২:০০
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা ইউপি সদস্যের মৃত্যু

শেখ আহসানুল করিম, বাগেরহাট :বাগেরহাটের শরণখোলার রায়েন্দা ইউনিয়নের ৬নম্বর কদমতলা ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. শহিদুল ইসলাম মোল্লা (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার রাত ৭টার দিকে শরণখোলা-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জলিলের ব্রিজসংলগ্ন সড়কে তিনি মোটর সাইলে দুর্ঘটনার শিকার হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গুরুতর আহত ইউপি সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে ঢাকায় স্থানাস্তর করা হয়। রবিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজে তিনি মৃত্যুবরণ করেন।

শহিদুল মেম্বার ওইদিন বাগেরহাট জেলা সদর থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় তার সাথে থাকা অপর মোটরসাইকেল আরোহী সোনালী ব্যাংক রায়েন্দা বাজার শাখার ব্যবস্থাপক সুমন কুমার শীল (৩৮) আহত হন। তাকেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শহিদুল মেম্বার উপজেলার কদমতলা গ্রামের মৃত মতিয়ার রহমান মোল্লার ছেলে।

সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুমন কুমার শীল ও নিহতের পরিবার জানায়, শহিদুল মেম্বার নিজে মোটর সাইকেল চালাচ্ছিলেন। তারা শরণখোলার জলিলের ব্রিজের কাছাকাছি পৌঁছলে হঠাৎ বিপরীত দিক থেকে এক বাইসাইকেল আরোহী মোটর সাইকেলের সামনে পড়ে। এসময় নিয়ন্ত্রন হারিয়ে দ্রুতগামী মোটর সাইকেলটি সড়কের ওপর আছড়ে পড়ে। এতে শহিদুল মোল্লা মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আজ সোমবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

যুবলীগ নেতা ও ইউপি সদস্য শহিদুল মোল্লার অকাল মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অতুল মন্ডল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা যুবলীগের সভাপতি আবুল হোসেন নান্টু ও সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা গভীর শোক প্রকাশ করেছেন।

(এসএকে/এস/ফেব্রুয়ারি১৪,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test