E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে সিএইচসিপিদের  তিনদিনের অর্ধদিবস কর্ম বিরতি চলছে

২০১৬ ফেব্রুয়ারি ১৫ ১৩:১৩:৩৯
নড়াইলে সিএইচসিপিদের  তিনদিনের অর্ধদিবস কর্ম বিরতি চলছে

নড়াইল প্রতিনিধি :কমিউনিটি হেল্থ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) দের চাকরী জাতীয় করনের দাবিতে নড়াইলে তিনদিনের অর্ধদিবস কর্ম বিরতি চলছে।

গতকাল রবিবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্তু কর্মবিরতি পালন করেন নড়াইলের সিএইচসিপিরা । চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্তু। তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে হঠাৎকরে কর্মবিরতি পালন করায় বিভিন্নস্থান থেকে আগত রোগীরা পড়েছে বিপাকে। কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) জেলা শাখার সভাপতি সাগর সেন জানান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা তৃনমুলের জনগনের দোরগেড়ায় পৌঁছে দিতে ২০১১ সালে নিয়োগ প্রদান করেন। জেলায় ৯৪ জন সিএইচসিপি কর্মরত রয়েছে। একাধিকবার জাতীয় করণের জন্য চিঠি দেয়া হলেও আজও করা হয়নি।


(এলএস/এস/ফেব্রুয়ারি ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test