E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাসে আগুন, ঘণ্টাব্যাপি সড়ক অবরোধ

সাতক্ষীরায় বাসের ধাক্কায় দু’স্কুল ছাত্রী আহত

২০১৬ ফেব্রুয়ারি ১৫ ১৩:২১:০৪
সাতক্ষীরায় বাসের ধাক্কায় দু’স্কুল ছাত্রী আহত

সাতক্ষীরা প্রতিনিধি :  দু’ স্কুল ছাত্রীকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। সোমবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা- কালীগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার বয়রা বাজারে এ ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় ওই দু’ স্কুল ছাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার এটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও শশাডাঙা গ্রামের আনিসুর রহমানের মেয়ে সুমাইয়া খাতুন (১৪) ও তার সহপাঠী একই গ্রামের আশরাফ হোসেনের মেয়ে আমেনা খাতুন (১৪)।

এদিকে দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থী ও গ্রামবাসি দুর্ঘটনা কবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘণ্টাব্যাপি সড়ক অবরোধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৯টার দিকে সুমাইয়া ও আমেনা বাই সাইকেলে স্কুলে যাচ্ছিল। তারা বয়রা বাজারে পৌঁছালে সাতক্ষীরা থেকে কালীগঞ্জ গামি যাত্রীবাহী বাস কক্সবাজার -জ-০৪-০০১৩ তাদেরকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তারা মারাত্মক জখম হলে মুমুর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চালক ও হেলাপার বাস ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, হাসপাতালের উদ্দেশ্যে পাঠানোর পর ওই স্কুল ছাত্রী মারা গেছে এমন খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় জনগণ ও ক্ষুব্ধ শিক্ষার্থীরা সাতক্ষীরা- কালীগঞ্জ সড়ক অবরোধ করে ও বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার ব্রিগেড এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহাবুবর রহমান জানান, সুমাইয়া ও আমেনার অবস্থা আশঙ্কাজনক।





(আরএনকে/এস/ফেব্রুয়ারি ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test