E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় এলাকায় শোকের মাতম

২০১৬ ফেব্রুয়ারি ১৫ ১৭:০০:২৩
সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় এলাকায় শোকের মাতম

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহতের ঘটনায় নেত্রকোণার দুর্গাপুর উপজেলার পলাশকান্দি গ্রামসহ এলাকায় চলছে শোকের মাতম। চোখের জলে একের পর এক  পাঁচটি কবরে চিরদিনের মতো শায়িত করে নিহতদের শেষ বিদায় জানান এলাকাবাসি।

নিহতদের পরিবারের সদস্য আব্দুর রব মিয়া জানান, রবিবার সন্ধ্যায় চিকিৎসা শেষে বাড়ী ফেরার পথে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাঘমারা এলাকায় দুর্গাপুর উপজেলার পলাশকান্দি গ্রামের বাসিন্দা ও উৎরাইল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নূরুল ইসলাম তালুকদারের পরিবারের ৫ জন নিহত হন। একই সময় অটোরিক্সা চালক ও মারা যান। নিহতরা হলেন,নূরুল ইসলামের মেয়ে মোছাঃ আসমা অক্তার(২৫), ছেলে পান্না মেহেদী(৩০), তার স্ত্রী পপি আক্তার(২৫), ২য় ছেলের স্ত্রী মোছাঃ আয়েশা আক্তার(২৪), আয়েশা আক্তারের মেয়ে মোছাঃ নীম(৮) ও চালক উপজেলার গোদারিয়া গ্রামের হাবুল মিয়া(৪০)।

স্থানীয় বিরিশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান,রোববার বিকাল সাড়ে তিনটার দিকে পারিবারিক গোরস্থানে তাদেরকে দাফন করা হয়। এর আগে বাড়ীর আঙ্গিনায় নিহতদের জানাজার নামাজ হয়। এই মৃত্যুর ঘটনায় এলাকার মানুষ শোকাহত।
তিনি বলেন, যেভাবেই হোক সড়কে নিরাপত্তা বলয় তৈরী করতে হবে। এভাবে বেঘোরে প্রাণ যাবে তা মানা যায়না বলেন, রফিকুল ইসলাম।

ইউপি চেয়ারম্যান আরো জানান, রবিবার রাত ৩টার দিকে ময়মনসিংহ থেকে নিহতদের লাশ আনা হয় গ্রামের বাড়ীতে। রাতভর পরিবারের সদস্যসহ গ্রামের লোকজন লাশ ঘিরে আহাজারি করেন। ভোরের আলো ফোটার পরপরই আশপাশ গ্রাম থেকে শোকাহত হাজারো নারী -পুরুষ শেষবারের মত নিহতদের দেখতে ভীড় জমান।

সরজমিনে গিয়ে দেখা যায়, নিহতদের দেখতে এলাকার মানুষের ভীর সামলাতে পুলিশও কাজ করছে।অনেককে চোখ মুছতে দেখা গেছে। বার বার মুর্ছা যাচ্ছিলেন নিহত পান্না মেহেদীর মা হাসি আক্তার। মাঝে মাঝে জ্ঞান ফিরলে বিলাপ করছিলেন। “ তোমরা আমার পুতেরে (ছেলেকে) আইন্যা দেও।”


পান্নার বাবা নুরুল ইসলাম বার বার বলছিলেন, আমার মতো যেন এমন আর কারও না হয়। রাস্থায় যেন আর কেউ না মরে।


(এনএস/এস/ফেব্রুয়ারি ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test