E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আহত ড্রাইভারকে অনুদান দিলো বান্দরবানের লুম্বিনী গার্মেন্টস

২০১৬ ফেব্রুয়ারি ১৫ ১৭:৫১:২৯
আহত ড্রাইভারকে অনুদান দিলো বান্দরবানের লুম্বিনী গার্মেন্টস

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের একমাত্র সুয়েটার কারখানা লুম্বিনী গার্মেন্টস লিমিটেড ১ লক্ষ টাকা অনুদান দিয়েছে সড়ক দুর্ঘটনায় আহত ড্রাইভার মোবারক হোসেনকে। লুম্বিনী’র গার্মেন্টস’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল (অবঃ) বীর প্রতীক আহত ড্রাইভারের তাতে বীমার ১ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন। এ সময় গার্মেন্টসের কর্মকর্তা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

গার্মেন্টেসের ব্যবস্থাপক মামুন জানান, গত ডিসেম্বরে কর্মস্থলের কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারাত্বক ভাবে আহত হন লুম্বিনীর নিজস্ব ড্রাইভার মোবারক হোসেন। ঐ দুর্ঘটনায় মোবারক হোসেন তার একটি হাত মারাত্বক জখম হলে চিকিৎসকরা তার হাতটি কেটে ফেলেন। ঐ সময় লুম্বিনীর কল্যাণ তহবিল হতে প্রথম দফায় ১ লক্ষ টাকা অনুদান দেয়া হয়। এ ছাড়াও মোবারকের ড্রাইভারের চাকুরির পদটি তার অপারগতায় ছেলেকে ড্রাইভারের চাকুরিটি দেয়া হয়েছে।

মামুন আরো জানান, লুম্বিনীতে শ্রমিকদের জন্য স্বাস্থ্য ঝুঁকির বীমা চালু থাকায় তারই অংশ হিসেবে ২য় দফায় আরো ১ লক্ষ টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ। এ ছাড়াও জন কল্যাণে সেবা মুলক কাজ করে যাচ্ছে লুম্বিনী গার্মেন্টস কর্তৃপক্ষ। সম্প্রতি শহরের একটি এতিম মাদ্রাসায় শিক্ষকসহ ২ শতাধিক এতিম শিশুকে শীতবস্ত্র হিসেবে সোয়েটার দেয়া হয়।

(এএফবি/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test