E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তৃর্ণমূলে দলীয় নমিনেশন কারচুপির অভিযোগ

পাথরঘাটায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে

২০১৬ ফেব্রুয়ারি ১৭ ১২:০৭:৪৮
পাথরঘাটায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :মার্চ মাসে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকার দলীয় আওয়ামীলীগ (নৌকা) প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য প্রার্থী বাছাইয়ে কারচুপির অভিযোগে আজ বুধবার (১৭ ফেব্রুয়ারী) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। গতকাল তৃর্ণমূল নেতাদের ভোটে প্রার্থী বাছাই চূড়ান্ত করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটা পৌর শহরে ভাংচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ।

প্রথমে বুধবার সকালে পাথরঘাটা পৌর শহরের গোলচত্তরে হরতাল সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে ও শহর থেকে ৩ কিলোমিটার দূরে মাছেরখাল বাজারে পিকেটিং করার চেষ্টার করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। পরে ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা চরদুয়ানী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে। তবে পাথরঘাটা পৌর শহর সকাল থেকেই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

এর আগে গতকাল মঙ্গলবার চরদুয়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে অ্যাড. আবদুর রহমান জুয়েল ও হাফিজউদ্দিন আহম্মেদ ফিরোজ সমান সংখ্যক ভোট পান। আর দুটি বাতিল ভোট রয়ে যায়। এ সময় ওই দুইটি বাতিল ভোট থেকে একটি ভোট হাফিজউদ্দিন আহম্মেদ ফিরোজকে দিয়ে বিজয়ী ঘোষনা করা হয়। এ ঘটনার প্রতিবাদে নেতাকর্মীরা ভোট কেন্দ্র পাথরঘাটা মহাবিদ্যালয়ের দুইটি দরজা ভাংচুর করে। পরে দফায় দফায় শহরে গাড়ির অব্যবহৃত টায়ারে অগ্নি সংযোগ করে বিক্ষোভ করে এবং হরতালের ডাক দেয় ছাত্রলীগ।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম জিয়াউল হক বলেন, মঙ্গলবার সন্ধ্যায় টায়ারে অগ্নিসংযোগ ছাড়া কোন রকমের সহিংসতা হয়নি। সকাল থেকে শুরু করে দুরপাল্লা ও লোকাল যানবাহন চলাচল শুরু করে। ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান চলছে ,পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


(এমএসআইকে/এস/ফেব্রুয়ারি১৭,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test