E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে নদীতে ভাসছে ৩ বনদস্যুর লাশ

২০১৬ ফেব্রুয়ারি ১৭ ১৮:৪২:০০
সুন্দরবনে নদীতে ভাসছে ৩ বনদস্যুর লাশ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতী স্টেশনের ঝাপা নদীতে ভাসছে তিন বনদস্যুর লাশ। বুধবার দুপুর থেকে সুন্দরবনের বঙ্গপোসাগর উপকুলে এ লাশ ভাসতে দেখে সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন জেলে ও বনজীবীরা।

সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের কোন স্টেশন বুধবার বিকাল পর্যন্ত নদীতে ভাসতে থাকা এসব লাশ খুজে পায়নি বলে সাংবাদিকদের জানান। তবে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের রেঞ্জার গাজী মতিউর রহমান সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ও মাষ্টার বাহিনীর এ বন্দুকযুদ্ধের খবরটি নিশ্চিত করেছেন।

বনদস্যু বাহিনীর ভয়ে নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে ও বনজীবীরা জানান, সোমবার মধ্য রাতে সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের উপকুলবর্তি সুপতী, কোকিলমুনি ও চরাপুটিয়া এলাকার নিয়ন্ত্রন নিতে সুন্দরবনে আলোচিত বনদস্যু মাষ্টার বাহিনী সদলবলে ঢুকে পড়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে থাকা ওইসব এলাকায়। এরপরই এ দুই বনদস্যু বাহিনীর মধ্যে এলাকার আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে শুরু হয় বন্দুকযুদ্ধ। বন্দুকযুদ্ধ শেষে সকালে গোটা এলাকার নিয়ন্ত্রন নিয়ে নেয় মাষ্টার বাহিনীর সদস্যরা।

শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের সুন্দরবন সন্নিহিত লোকালয়ের একাধিক সূত্র থেকে জানাগেছে, ওই বন্দুকযুদ্ধে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য নিহত ও বাহিনী প্রধান জাহাঙ্গীর গুরুত্ব আহত হয়। বাহিনী প্রধানকে বচাঁতে তিন সদস্যে লাশ ফেলে রেখে গুরুত্বর আহত জাহাঙ্গীরকে নিয়ে পিছু হটে যায়। পরে তারা চাঁদপাই রেঞ্জের সুন্দরবন সংলগ্ন মংলার জয়মনিরঘোল এলাকায় আশ্রয় নেয়। লোকালয়ের হাতুরে এক ডাক্তারকে দিয়ে মাথায় গুলিবৃদ্ধি বাহিনী প্রধান জাহাঙ্গীরের চিৎকিসা দেয়া হলেও তার শেষ রক্ষা হয়নি বলে এসব সূত্র নিশ্চিত করেছে। তবে বুধবার দুপুর থেকে নদীতে ভাসতে থাকা ওই তিন লাশ জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের বলে জানালেও তাদের নাম পরিচয় সম্পর্কে নিশ্চিত কোন তথ্য জানাতে পারেনি।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ কামাল উদ্দিন আহম্মেদ জানান, বুধবার বিকালে জেলে ও বনজীবীদের মাধ্যমে সুন্দরবনের ঝাপা নদীতে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের লাশ ভেসে থাকার খবর জানান পর থেকে ওই লাশ খোজা হচ্ছে। বিকাল ৫টা পর্যন্ত লাশের কোন সন্ধান পাওয়া যায়নি। চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী মতিউর রহমান জানান, ভাটার সময় বঙ্গপসাগর উপকূলে ভাসতে থাকা লাশ সাগরে নেমে যেতে পারে। জোয়ারের সময় তার অধিনে সকল বন অফিসে ভেসে থাকা লাশ সুন্দরবনে উঠে এলে তা উদ্ধার করে পুলিশকে খবর দিতে বলা হয়েছে।

(একে/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test