E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় ২০ মণ আটক জাটকা গরীবের মধ্যে  বিতরণ

২০১৬ ফেব্রুয়ারি ১৯ ১২:৪৪:৩৭
পাথরঘাটায় ২০ মণ আটক জাটকা গরীবের মধ্যে  বিতরণ

পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি :বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২২ মণ জাটকা ইলিশ জব্দ করেছে। আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৬টার  দিকে এ জাটকা জব্দ করা হয়। এ সময় সরোয়ার হোসেন ও শাহজানকে আটক করা হয়। পরে  প্রায় ৫শ দুস্থ্য, গরীব ও এতিমদের মাঝে বিনামূল্যৈ বিতরণ করা হয়।

কোস্টগার্ডের ষ্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ অবদুর রউফ প্রতিনিধিকে জানান, নিয়মিত অভিযান পরিচালনার করার সময় বিষখালী নদীতে কোস্টগার্ডের উপস্থিতি টেরপেয়ে নাম বিহিন দুটি মাছ ধরা (ছোট) ট্রলার দ্রুত চালিয়ে যেতে চেষ্টা করে। এক পর্যায় কোস্টগার্ড ওই ট্রলার দুটিকে আটক করতে সক্ষম হয়। পরে কোস্টগার্ডের ক্যাম্পে নিয়ে আসার পর এতিম ও প্রায় ২০ টি মাদরাসা লিল্লাহ বোর্ডিং এবং আনুমানিক ৫শ দুস্থ অসহায় মানুষের মধ্যে জব্দ করা মাছ গুলো বিনামূল্যে বিতরণ করা হয়।

এদিকে মাছের সাথে আটক করা বরগুনা সদর উপজেলার ১০ নম্বর ইউনিয়নের আবদুল হাকিমের ছেলে সরোয়ারকে ও মো. দীন আলীর ছেলে শাহজাহানকে মৎস্য সংরক্ষণ আইনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ইকবাল হোসনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২হাজার টাকা জরিমানা করেন।

নিবার্হী ম্যাজিস্ট্রেট জানান, ইলিশ সংরক্ষনের উদ্দেশ্যে এখন সাগরে জাটকা ধরা, পরিবহন, বিক্রী নিষিদ্ধ তাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

(এমএসআই/এস/ফেব্রুয়ারি১৯,২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test