E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

২০১৬ ফেব্রুয়ারি ১৯ ১২:৪৮:৫৯
সাতক্ষীরায় ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

সাতক্ষীরা প্রতিনিধি : ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন জখম হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা যশোর- সড়কের লাবসা পুলটেকনিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন ইজিবাইক চালক সাতক্ষীরা শহরের কাটিয়ার আইয়ুব আলী (৩৫), সদর উপজেলারে শ্যাল্যে গ্রামের আবু রায়হান (৩০), একই গ্রামের নাছিমা খাতুন (১৬), আঁখি খাতুন (১৫) ও সাহেব আলী (২৮)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ইজিবাইক চালক আইয়ুব আলী জানান, শুক্রবার সকালে তিনি চারজন যাত্রী নিয়ে কলারোয়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ১০টার দিকে তিনি যশোর- সাতক্ষীরা সড়কের লাবসা পলিটেকনিক মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তার ইজিবাইকের সঙ্গে ধাক্কা মারে। এতে তার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে তিনি সহ তার চারজন আরোহী মারাত্মক জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সোমা দাস জানান, আহত আইয়ুব আলীর অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি আটক করা হয়েছে।

(আরএনকে/এস/ফেব্রুয়ারি১৯,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test