E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজয় সরকারের ১১৪তম জন্মদিন আজ

২০১৬ ফেব্রুয়ারি ২০ ১৩:০৮:৫৬
বিজয় সরকারের ১১৪তম জন্মদিন আজ

তানভীর আহমেদ রুবেল, নড়াইল প্রতিনিধি :অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা চারণকবি বিজয় সরকারের ১১৪তম জন্মদিন আজ। এই গুণীশিল্পী ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইলের নিভৃতপল্লী ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে পরলোকগমন করেন বিজয় সরকার। কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়।

বিজয় সরকার তার ভক্ত ও স্থানীয়দের কাছে ‘পাগল বিজয়’ হিসেবেই সমধিক পরিচিত। তিনি নবমশ্রেণি পর্যন্ত পড়েছেন, মতান্তরে মেট্রিক পর্যন্ত।

তিনি ১ হাজার ৮০০ গান করেছেন বলে জানা যায়। তবে মত পার্থক্য রয়েছে। তার গানের মধ্যে রয়েছে-যেমন আছে এই পৃথিবী / তেমনিই ঠিক রবে/ সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে...। এছাড়া, পোষা পাখি উড়ে যাবে সজনী/ একদিন ভাবি নাই মনে...। তুমি জানো নারে প্রিয়/ তুমি মোর জীবনের সাধনা...। নক্সীকাঁথার মাঠেরে/ সাজুর ব্যথায় আজো কাঁদে রূপাই মিয়ার বাঁশের বাঁশি...। কি সাপে কামড়ালো সাপুড়িয়ারে/ আমি জ্বলিয়া পুড়িয়া মলেম বিষে...। অথবা নবী নামের নৌকা গড়/ আল¬াহ নামের পাল খাটাও/ বিসমিল্লাহ বলিয়া মোমিন/ কূলের তরী খুলে দাও...। কিংবা আল্লাহ রসূল বল মোমিন/ আল্ল¬াহ রসূল বল/ এবার দূরে ফেলে মায়ার বোঝা/ সোজা পথে চল... উল্লেখযোগ্য। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদক পেয়েছেন কবিয়াল বিজয় সরকার।

বিজয় সরকারের প্রকৃত নাম বিজয় অধিকারী। সঙ্গীত সাধনার জন্য তিনি ‘সরকার’ উপাধি লাভ করেন।
বিজয় সরকারের জন্মদিন উপলক্ষে কবির জন্মস্থান ডুমদিতে আজ (২০ ফেব্রুয়ারি) নগর কীর্তন, কবির প্রতিকৃতিতে মাল্যদান, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা, বিজয় গীতি ও জারি গানের আয়োজন করা হয়েছে।



(টিএআর/এস/ফেব্রুয়ারি২০,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test