E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

২০১৬ ফেব্রুয়ারি ২২ ২১:০৫:৫৯
বাগেরহাটে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

বাগেরহাট প্রতিনিধি  : বাগেরহাটের চিতলমারীতে ইউনিয়ন পরিষদের মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগে সদ্য যোগদানকারী দুই নেতার সমর্থদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এসময় একটি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে উপজেলা পরিষদ মোড়ে সদর ইউনিয়নের ইউপি সদস্য প্রার্থী মতিয়ার রহমান টুকু তার লোকজন নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় একই ওয়ার্ডের সদস্য অপর প্রার্থী শেখ শহীদ তার সমর্থকরা নিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে শহীদের লোকজন অতর্কিত হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে মতিয়ার রহমান টুকু সমর্থক জাহিদ শেখ (৩০), বাচ্চু শেখ (৪৫) ও শহীদ সমর্থক শেখ শহীদ (৩০), ফায়জুল শেখ (৩২) এবং এমদাদুল শেখ (৩২) আহত হন। সংর্ঘষ চলাকালে উপজেলা মোড়ে এমদাদুলের দোকান ভাংচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এ ব্যপারে মতিয়ার রহমান টুকুর ছেলে জাহিদ শেখ জানান, নির্বাচন সংক্রান্ত বিষয় শহীদ তার (জাহিদের) পিতাকে উদ্দেশ্যে করে অশ্রাব্য কথাবার্তা বলেন। এর প্রতিবাদ করতে গেলে শহীদের লোকজন তাদের উপর হামলা করেন। শেখ শহীদ জানান, নির্বাচনে সে নিজে প্রার্থী হওয়ায় বিভিন্ন সময় পুলিশ দিয়ে হয়রানীসহ নানা কটুক্তি করে।

চিতলমারী থানার ওসি (তদন্ত) মো. রবিউল ইসলাম জানান, দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকদের মধ্যে উভয় পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে।



(এসএকে/এস/ফেব্রুয়ারি২২,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test