E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আওয়ামী লীগে বিদ্রোহী প্রাথীর ছড়াছড়ি

বাগেরহাটে ধানের শীষের অর্ধশত প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই

২০১৬ ফেব্রুয়ারি ২২ ২১:১২:১৪
বাগেরহাটে ধানের শীষের অর্ধশত প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে ইউপি নির্বাচনে বিএনপি- জামায়াতসহ ধানের শীষের অর্ধশত প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই হয়েছে। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথীর ছড়াছড়ির মধ্য দিয়ে সোমবার জেলার ৯টি উপজেলার ৭৪টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা স্ব-স্ব রির্টানিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করছেন।

বাগেরহাট জেলা বিএনপি ও জামায়াতের র্শীষ নেতারা অভিযোগ করেছেন, জেলায় তাদের অর্ধশত দলীয় প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে দেননি আওয়ামী লীগের ক্যাডাররা। মনোনয়ন পত্র ছিনতাই, হত্যার হুমকি দিয়ে তাদের দলীয় প্রার্থীদের বাড়ীতে অবোরুদ্ধ করে রাখায় তারা মনোনয়নপত্র দাখিল করতে পারেনি। জামায়াতের উল্লেযোগ্য যেসব প্রার্থী মনোনয়নপত্র ছিনতাই ও অবোরুদ্ধ করে রাখার কারনে মনোনয়নপত্র দাখিল করতে পারেনি তারা হলেন, কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মোস্তাজাবুল হক, মোরেলগঞ্জের খাউলিয়ায় মো.সেলিম উদ্দিন, ফকিরহাট সদরে মোফাজ্জেল হায়দার, মংলার মিঠাখালীতে জহির উদ্দিন বাবর ও সোনইলতলায় মোস্তাইন বিল্লাহ।

বাগেরহাট জেলা বিএনপি’র সভাপতি এমএ সালাম অভিযোগ করেছেন, বাগেরহাট সদরের বিএনপির চেয়ারম্যান প্রার্থী বিষ্ণুপুর ইউনিয়নের শরাফত হোসেন লাবলু, গোটাপাড়ার কারারুদ্ধ বাশারাত হাওলাদার, ডেমায় আবু বকর, কচুয়ার রাড়ীপাড়ার সরদার রেজাউল করিম চল, গজালিয়ার শিকদার আজহার আলী, ফকিরহাটের মৌভোগের আকরাম হোসেন, মুলঘরে আকতারুজ্জামান মন্টু, আরিফুজ্জামান পিন্টুর মনোনয়নপত্র ছিনতাই হয়েছে। এছাড়া মোরেলগঞ্জ ১টি, মংলায় ১, মোল্লাহাটে ৬টি, চিতলমারীতে ৭টিসহ মোট ২৩টি ইউনিয়ন পরিষদের বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার পথে তা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেন জেলা বিএনপি’র সভাপতি।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, মনোনয়ন পত্র জমা দিতে আসার পথে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


(এসএকে/এস/ফেব্রুয়ারি২২,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test