E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাগরে নিরাপত্তার দাবি জেলেদের মানববন্ধন

২০১৬ ফেব্রুয়ারি ২৩ ১৫:২৯:৫৭
সাগরে নিরাপত্তার দাবি জেলেদের মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বঙ্গোপসাগরে মৎস্য আহরনে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ মৎস্যজীবিরা মানব বন্ধন ও স্বরাস্ট্র মন্ত্রনালয়ে স্মারক লিপি প্রদান করেছে। দাখিলকৃত স্মারক লিপিতে জিম্মি ৫০ জেলেকে ফিরিয়ে আনাসহ ৬  দফা দাবি বাস্তবায়নের জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়েছে নেতৃবৃন্দ। উপজেলা নিবার্হী অফিসার স্মারক লিপি প্রাপ্তি স্বীকার করেছেন।

গত ১৯ ফেব্রুয়ারি সাগরে জলদস্যুদের গুলিতে ইসমাইল নামে এক জেলে নিহত ও ৪ জেলে আহত হওয়ায় বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতি, বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়ন, পাথরঘাটা মৎস্য আরৎদার সমিতি ওই মানবন্ধনের আয়োজন করে। সকাল ১০ টায় পাথরঘাটা শহরের গোলচত্তরে অনুষ্ঠিত মানববন্ধনে শতশত জেলে অংশগ্রহন করে। এর আগে জেলেরা তিন দিনের শোক পালন, মৎস্য আহররনে কর্মবিরতি পালন করে।

পাথরঘাটা শহরের গোলচত্তরে মৎস্যজীবিদের মানববন্ধনে প্রায় ৫শ জেলে ও মৎস্য ব্যবসায়ী, সাংবাদিক ও সুশিল সমাজের লোকজন অংশগ্রহন করেন। আগামী ৭ দিনের মধ্যে ৬ দফা দাবি না মানলে সাগরে মাছ ধরা অনিদৃষ্ট কালের জন্য বন্ধ রাখার হুশিয়ারী দেন। জেলেদের দাবি গুলো হচ্ছে সুন্দরবনে আশ্রিত জলদস্যুদের নির্মূল করণ, নিহত জেলে ইসমাইলসহ সকল নিহত জেলেকে ক্ষতিপূরণ প্রদান, সাগরে ফেয়ারওয়ে বয়া নামক স্থানে নৌবাহিনীর ঘাটি স্থাপন, হেলিকপ্টারে সুন্দরবন ও সাগরের মৎস্য ক্ষেত্র পাহারা নিশ্চিত করণ ও বর্তমানে মো. রিয়াজ সহ জিম্মি ৫০ জেলেকে উদ্ধার করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, জেলা ট্রলার মালিক সমিতির সহসভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম মিয়া , জেলা ট্রলার শ্রমিক ইউয়িনের সভাপতি আবদুল মন্নান মাঝি, সাংবাদিক ইমাম হোসেন নাহিদ।

এর পর গোলচত্তরে নিহত জেলেদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং স্বরাস্ট্র মন্ত্রনালয়ের বরাবরে একটি স্বারক লিপি উপজেলা নিবার্হী অফিসারের কাছে হস্তান্তর করে।পাথরঘাটা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন স্বারকলিপি গ্রহনের কথা স্বীকার করে যথা যথ কতৃপক্ষের কাছে পাঠান হচ্ছ বলে জানান।

(এমএসআই/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test