E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবন থেকে ৫৪ বনদস্যু আটক 

২০১৬ ফেব্রুয়ারি ২৩ ১৭:২৮:২১
সুন্দরবন থেকে ৫৪ বনদস্যু আটক 

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরনখোলা উপজেলার মরা পশুর নদী সংলগ্ন কোকিলমনি এলাকা থেকে  ৫৪ জন বনদস্যুকে আটক করেছে মংলা কোস্টগার্ড। সোমবার সন্ধ্যায় পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের কোকিলমনি গহীন বন থেকে তাদের আটক করা হয়।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের (অপারেশন) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এসএম ফজলুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনদস্যুদের অবস্থান জানতে পেরে কোস্টগার্ড অভিযান শুরু করে। শরনখোলা উপজেলার মরা পশুর নদী সংলগ্ন কোকিলমনি এলাকা থেকে সন্দেহভাজন ৫৪ জন বনদস্যুকে আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ১টি ইঞ্জিন চালিত নৌকা, ৬টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি হাত করাত, ৫টি বিভিন্ন প্রকারের ছুরিসহ বিভিন্ন রসদ সামগ্রী উদ্ধার করে। তবে তাদের কাছ থেকে কোন আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি কোস্টগার্ড। আটককৃত বনদস্যুদের মংলার ডাংমারি ফরেস্ট অফিসে হন্তান্তর করা হয়েছে।

(একে/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test