E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় ১২ জনের মনোনয়ন পত্র বাতিল

২০১৬ ফেব্রুয়ারি ২৩ ২১:৪৫:৩০
পাথরঘাটায় ১২ জনের মনোনয়ন পত্র বাতিল

পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি :বরগুনার পাথরঘাটায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর ৭টি ইউনিয়নের প্রথম দিনে ৪টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ফের্রুয়ারি) বিকেলে ২ চেয়ারম্যান প্রার্থীসহ  ১২ প্রার্থীর মনোনয়নপত্রে ক্রটি থাকায় তা বাতিল করেছেন সংশ্লিষ্ট  রিটার্নিং কর্মকর্তা।

ঋণ খেলাপ,প্রস্তাবকারির অপ্রাপ্ত বয়স এলাকার ভোটার না হওয়া বাতিলের অন্যতম কারন। মায়েরটি সঠিক থাকলেও ছেলের প্রার্থীতা বাতিল।

মনোনয়ন বাছাইকরার প্রথমদিনে আজ মঙ্গলবার উপজেলার চরদুয়ানী, কালমেঘা, রায়হানপুর ও সদর পাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই করেন স্ব স্ব¦ রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে চরদুয়ানী ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম. কামরুল ইসলাম ঋণখেলাপী হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। কালমেঘা ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইমাম হোসেন বাবুল ঋণ খেলাপী ও প্রস্তাবকারীর বয়স কম হওয়ায় বাতিল করা হয়েছে। এছাড়াও কালমেঘা ইউনিয়নে সাধারণ আসনে ৩, রায়হানপুরে ২ ও সদর পাথরঘাটা ইউনিয়নে সাধারণ আসনে ৫ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

কালমেঘা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইমাম হোসেন বাবুল ঋণখেলাপী এবং প্রস্তাবকারীর বয়স কম হওয়ায় প্রার্থীতা বাতিল করা হয়েছে। অপরদিকে চরদুয়ানী ইউনিয়নের চেয়ারম্যান মো.কামরুল ইসলামের সমবায় বিভাগের ৩৩লাখ৬৮ হাজার১৩৮ টাকার একটি গ্রুপ ঋণ পরিশোধ না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। চরদুয়ানী ইউনিয়নে কামরুল ইসলামের মা খাদিজা বেগমের প্রার্থীতা সঠিক হওয়ায় তিনি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করতে পারবেন বলে রিটানিং অফিসার মো. জালাল আহমেদ জানান।



(এমএসআইকে/এস/ফেব্রুয়ারি২৩,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test