E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ৩০ লাখ টাকার শুঁটকি ভর্তি ট্রলার আটক

২০১৬ ফেব্রুয়ারি ২৩ ২২:০০:০৯
বাগেরহাটে ৩০ লাখ টাকার শুঁটকি ভর্তি ট্রলার আটক

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে অতিরিক্ত শুঁটকি বোঝাই এফবি মিঠু-১ নামের একটি ট্রলার জব্দ করেছে বনবিভাগ। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পালানোর চেষ্টাকালে বিশেষ মোবাইল দলের ইনচার্জ (ফরেস্ট রেঞ্জার) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শুঁটকিসহ ট্রলারটি জব্দ করেন।

সুন্দরবন বিভাগের মোবাইল দলের ইনচার্জ (ফরেস্ট রেঞ্জার) মো. হাফিজুর রহমান জানান, আটককৃত শুঁটকির পরিমান প্রায় ১০ হাজার কেজি। যার পাইকারী বাজার মূল্য কমপক্ষে ৩০লাখ টাকা। শুঁটকির মালিক খুলনার জিন্দাপাড়া এলাকার আরিফ হোসেন মিঠু বলে জানা গেছে। ট্রলারটি আটকের পর ট্রলারের লোকজন ৫০০কেজি শুঁটকি আছে বলে জানায়। তাদের কথায় সাথে মিল না থাকায় ট্রলারটি জব্দ করে পরিমাপ করা হলে প্রায় ১০ হাজার কেজি শুঁটকি পাওয়া যায়। প্রায় ৩০ হাজার টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছে পালানোর চেষ্টা করছিল তারা।

শরণখোলা রেঞ্জের সহকারী বণসংরক্ষক (এসিএফ) মো. কামাল উদ্দিন আহমেদ জানান, চলতি মৌসুমে সুন্দরবন বিভাগের পাস (অনুমোতি) নিয়ে শ্যালার চরে মিঠু মিয়ার জেলেরা শুঁটকি আহরণ করতে যান। তারা শুঁটকি প্রক্রিয়াজাত করে রাজস্ব ফাঁকি দিয়ে ট্রলারে অতিরিক্ত বোঝাই করে খুলনার উদ্দেশে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ মোবাইল দলের বনরক্ষীরা ট্রলারটি আটক করে। এব্যাপারে বিভাগীয় মামলা করা হবে বলে এসিএফ জানান।

ট্রলার ও শুঁটকির মালিক খুলনার আরিফ হোসেন মিঠু মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে জানান, ট্রলারে শুঁটকির পরিমান কমবেশি হতে পারে। রাজস্ব ফাঁকি দেয়া হলে সেটা পরিশোধ করা হবে।

(এসএকে/এস/ফেব্রুয়ারি২৩,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test