E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় পুলিশের নির্যাতনের শিকার আসামী সাহবুলের মৃত্যু

২০১৬ ফেব্রুয়ারি ২৫ ১৩:৫৩:১৮
সাতক্ষীরায় পুলিশের নির্যাতনের শিকার আসামী সাহবুলের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি :  পুলিশের নির্যাতনের পর  ৩৫ দিন কারা পুলিশের আওতায় চিকিৎসাধীন থাকার পর  এব আসামীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের নাম সাহবুল সরদার (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালি গ্রামের তোফাজ্লে  সরদারের ছেলে।

দক্ষিণ কুশখালি গ্রামের তোফাজ্লে সরদার জানান, গত ১৯ জানুয়ারি রাতে তার ছেলে সাহবুলকে বাড়ির থেকে আটক করে সদর থানার উপরিদর্শক আবুল কালাম। আটকের পর তাকে বাড়ির উঠানে ফেলে বেধড়ক পিটিয়ে ও লাথি মেরে জখম করা হয়। থানায় আনার পর তার কাছে এক লাখ টাকা দাবি করেন উপপরিদর্শক আবুল কালাম।

টাকা না দিলে তাকে হত্যা মামলায় চালান দেওয়ার হুমকি দেওয়া হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে ১৯ জানুয়ারি রাতে থানা লক আপের বাইরে এনে দ্বিতীয় দফায় নির্যাতন চালানো হয়। ২০ জানুয়ারি সকালে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার সাহবুলের অবস্থা আশঙ্কাজনক বলায় তাকে গত ৫ জানুয়ারি শিকড়ি গ্রামের একটি হিজড়া শিমুল হত্যার ঘটনায় আক্তারুল ইসলামের দায়েরকৃত মামলায় (৬নং, তাংÑ ৬.০১.১৬) ও বাড়ি থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধারের কাল্পনিক ঘটনায় পৃথক দু’টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ১০ দিন কারা হাসপাতালে চিকিৎসাধীন রাখার পর তাকে খুলনা খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পহেলা ফেব্র“য়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ভর্তি করা হয় ঢাকা হৃতরোগ ইনস্টিটিউটে। সেখান থেকে তাকে আবরো ঢাকা মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালের সার্জিক্যাল ৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে লাশ সাতক্ষীরার বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে।

তবে সাহবুলের বড় ভাই মোস্তাফিজুর রহমান বলেন, এ নিয়ে কিছু করতে চাইলেও করা যাবে না। সেক্ষেত্রে পুলিশ বেপরোয়া হয়ে তাদেরকেও বড় ধরণের বিপদ ঘটাতে পারে। তাই গরীব মানুষ হিসেবে পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ তাদের মানায় না। একইভাবে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়া একমাত্র শিশু কণ্যাকে কোলে নিয়ে শাকিলা খাতুন বলেন, এদেশে গরীব মানুষকে পুলিশ পিটিয়ে মারলে হার্ট এটাক বলে চালিয়ে দেবে। বাড়াবাড়ি করলে সারা জীবন জেলের ঘানি টানতে হবে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আবুল কালাম জানান, সাহাবুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। সে হিজড়া শিমুল হত্যা মামলার সন্ধিগ্ধ আসামী। গত ১৯ জানুয়ারি রাতে সাহবুলকে তার বাড়ি থেকে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ ছাড়া হিজড়া শিমুল হত্যা মামলার সন্দিগ্ধ আসামী সাহবুল। ২০ জানুয়ারি তাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও হিজড়া শিমুল হত্যা মামলায় (৬নং) চালান দেওয়া হয়। তাকে মারপিটের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নির্যাতন করলে আদালত তাকে নিত না। ময়না তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর আসল রহস্য বেরিয়ে পড়বে।


(আরএনকে/এস/ফেব্রুয়ারি২৫,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test